• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

৮০ বছর পর বিরল রেকর্ডের সঙ্গী রোহিত

  ক্রীড়া ডেস্ক

০৮ অক্টোবর ২০১৯, ১৭:৪৫
রোহিত শর্মা
গত টেস্টে দুই ইনিংসে স্ট্যাম্পিং হলেন রোহিত (ছবি : ক্রিকইনফো)

বিশাখাপত্তনম টেস্ট ক্যারিয়ারের স্মরণীয় টেস্ট হয়ে থাকবে রোহিতের। কী না অর্জন করলেন তিনি। ওপেনার হিসেবে প্রথম টেস্ট খেলতে নামলেন। বাকিটা ইতিহাস! এ টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে দুই ইনিংসে রোহিতের সংগ্রহ ৩০৩ রান। প্রথম ইনিংসে ১৭৬ রানের পর ১২৭ রান করেন দ্বিতীয় ইনিংসে। ১৪২ বছরের টেস্ট ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ১৩টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন তিনি।

এ টেস্টে আরও রেকর্ডের সঙ্গী হন রোহিত। যেমন টেস্টে ওপেনার হিসেবে অভিষেকেই দুই ইনিংসে সেঞ্চুরি কিংবা দুই ইনিংস মিলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তিনি। তবে এসব রেকর্ডের ভীড়ে একটি অস্বস্তিকর রেকর্ডও গড়েছেন তিনি। আর তা হচ্ছে একই টেস্টের দুই ইনিংসে স্ট্যাম্পিং আউট হওয়া।

৮০ বছর আগে ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ড এক টেস্টের দুই ইনিংসে স্ট্যাম্পিং হয়েছিলেন। রোহিতও কাকতালীয়ভাবে বিশাখাপত্তনম টেস্টের দুই ইনিংসে স্ট্যাম্পিং আউট হন। ভারতের টেস্ট ইতিহাসে রোহিতই প্রথম ব্যাটসম্যান যিনি একই টেস্টের দুই ইনিংসে এরকম ঘটনার নজির গড়লেন। অথচ পরিসংখ্যান বলছে, প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৭ ইনিংসে কখনোই স্ট্যাম্পিং আউট হননি রোহিত।

এ দিকে, টেস্টে রোহতি ২২তম ক্রিকেটার হিসেবে দুই ইনিংসে স্ট্যাম্পিং হন। ২১তম খেলোয়াড় হলেন ইংল্যান্ডের হ্যামন্ড। যিনি ১৯৩৯ সালে ডারবান টেস্টে এই বিরল ঘটনার নজির গড়েন। হ্যামন্ড ও রোহিতের মধ্যে আরেকটি মিল রয়েছে। ডারবানে প্রোটিয়াদের বিপক্ষে এরিক ডালটনের লেগ স্পিনে দুই ইনিংসে স্ট্যাম্পিং হন ইংলিশ তারকা। রোহিতও প্রোটিয়াদের বিপক্ষে একই স্পিনারের বিপক্ষে দুই ইনিংসে স্ট্যাম্পিং হলেন। রোহিতকে দুইবার আউট করা বাঁ হাতি স্পিনার হচ্ছেন কেশভ মহারাজ।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড