• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবারও বাংলাদেশে আসছে মেসির আর্জেন্টিনা!

  ক্রীড়া ডেস্ক

০৮ অক্টোবর ২০১৯, ০৮:২৫
২০১১ সালে ঢাকায় আসেন মেসি (ছবি : সংগৃহীত)
টুইটারে প্যারাগুয়ের করা সূচির পোস্টটি (ছবি : টুইটার)

প্রায় নয় বছর পর আবারও বাংলাদেশ সফর করতে পারে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশে আর্জেন্টাইন ভক্তদের স্বপ্নপূরণের দেবতা হয়েই যেন ২০১১ সালে ৬ সেপ্টেম্বর পুরো আর্জেন্টাইন দলের সঙ্গে ঢাকায় এসেছিলেন বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসি। সফরে সঙ্গী ছিল নাইজেরিয়াও। ‘ব্ল্যাক ঈগলস’দের সঙ্গে একটি ম্যাচও খেলেছিলেন মেসিরা।

তবে আবারও মেসির আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে। ম্যাচটি হবে প্যারাগুয়ের বিপক্ষে। এমনটি জানিয়েছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন। প্যারাগুয়ে নিজেদের টুইটারে ভেনেজুয়েলা ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ফিক্সারও প্রকাশ করে।

সূচি অনুযায়ী আগামী ১৮ নভেম্বর ঢাকায় একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে! এর আগে ১৫ নভেম্বর প্যারাগুয়ে বনাম ভেনেজুয়েলা ম্যাচটিও অনুষ্ঠিত হবে ঢাকাতে। মজার বিষয় হচ্ছে এই সফরে আসতে পারেন মেসি!

আপাতত আর্জেন্টিনার ঘোষিত সূচি অনুযায়ী- প্রীতি ম্যাচে আগামীকাল অর্থাৎ ৯ অক্টোবর জার্মানির বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর চার দিন পর ইকুয়েডরের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড