• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাল নেপালে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি 

  ক্রীড়া ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৯
বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ ফুটবল দল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ ফুটবল দল (ছবি : সংগৃহীত)

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে দুই বছর আগে যে নেপালের সঙ্গে সমান পয়েন্টে (৯) হেড টু হেড হারের কারণে শিরোপা খুইয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ ফুটবল দল। দুই বছর পর ফের একই টুর্নামেন্টে অংশ নিতে নেপাল অবস্থান করছে বাংলাদেশের ফুটবলাররা।

তৃতীয় বারের মতো শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টির তৃতীয় আসর বসেছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল নেপাল-মালদ্বীপ। বর্তমান চ্যাম্পিয়ন নেপালকে ১-১ গোলে রুখে দিয়েছে মালদ্বীপ। আগামীকাল দ্বিতীয় দিনে বাংলাদেশ শুরু করছে সাফ মিশন। প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

২০১৫ সালে এই নেপাল থেকেই যাত্রা শুরু করেছিল সাফের এই বয়সভিত্তিক টুর্নামেন্ট। দুইবারই চ্যাম্পিয়ন নেপাল। প্রথমবার রানার্সআপ হয়েছিল ভারত, দ্বিতীয়বার বাংলাদেশ।

শ্রীলঙ্কা এবারই প্রথম অংশ নিচ্ছে অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে। গত মাসেই ভারতের কল্যাণীতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শ্রীলঙ্কাকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। কিশোরদের মতো অনূর্ধ্ব-১৮ দলও শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজে জিতবে-এটাই প্রত্যাশা সবার।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড