• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

২ বছর পর ফিরেই ঝড় তোলা শফিউল থাকছেন নির্ভার 

  ক্রীড়া ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৭
শফিউল ইসলাম
পেসার শফিউল ইসলাম (ছবি : সংগৃহীত)

ক্লাসের একবারেই অনিয়মিত ছাত্র পেসার শফিউল ইসলাম। দুই এক বছর পর যাকে দুই একবার পাওয়া যায়। আন্তর্জাতিক ক্রিকেটে তার ক্যারিয়ার প্রায় ৯ বছর। কিন্তু কখনোই ভালোভাবে জাতীয় দলে থিতু হতে পারেননি। টিকে থাকার লড়াইয়ে ইনজুরি আর ফিটনেসের সঙ্গে লড়াই করে যাচ্ছেন প্রতিনিয়ত। মাঝে মাঝে দলে সুযোগ পাওয়া এই পেসার নির্ভার থেকে সামনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে চান।

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ২০১০ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় তার। কয়েক সপ্তাহের ব্যবধানে টেস্ট ও টি-টুয়েন্টি ক্যাপও পান তিনি। এত লম্বা ক্যারিয়ার, অথচ খেলেছেন ১১ টেস্ট, ৫৯ ওয়ানডে ও ১৩ টি-টুয়েন্টি!

চলমান সিরিজের আগে জাতীয় দলের হয়ে সবশেষ টি-টুয়েন্টি খেলেছেন ২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আবার ফেরেন জাতীয় দলে। প্রায় দুই বছর বিরতির পর ত্রিদেশীয় সিরিজ দিয়ে সুযোগ পেলেন টি-টুয়েন্টিতেও।

লম্বা বিরতির পর ফিরেই জানান দিয়েছেন ফুরিয়ে যাননি শফিউল। জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে ৩৬ রান দিয়ে তুলে নিয়েছেন তিন উইকেট। কীভাবে এই কঠিন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি? জবাবে বললেন, ‘ভাবি, নিয়মিত মাঠে আছি। এটা করলে পারফরম্যান্স ভালো হয়। চাপও কম পড়ে। সবচেয়ে বড় কথা নির্ভার থাকার চেষ্টা করি।’

শফিউল জাতীয় দলে অনিয়মিত হওয়ার বড় কারণ ছিল চোট। দলে ডাক পেলেই কোনো না কোনো ইনজুরিতে ছিটকে গিয়েছেন প্রায় সময়। তাই ইনজুরি এড়াতে সবসময় সতর্ক থাকেন তিনি, ‘আমি চেষ্টা করছি যেন ইনজুরি মুক্ত থাকা যায়। সবসময় চাই- যখনই ফিরি, দেশের জন্য যেন কিছু করতে পারি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আর ইনজুরিতে যেন না পড়ি সেই চেষ্টাও থাকে।’

নতুন বোলিং কোচ শার্ল ল্যাঙ্গেভেল্টের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নতুন হলেও স্বস্তি শফিউলের। ‘টুর্নামেন্ট চলার সময় কোচরা খুব বেশি পরিবর্তন আনার চেষ্টা করেন না। আমার লেন্থ যেন ভালো হয় এবং যেটা করি তা যেন নিখুঁত থাকে সেটায় জোর দিয়েছেন তিনি (ল্যাঙ্গেভেল্ট)।’

‘ভালো থাকলে স্বাচ্ছন্দ্যে বল করতে পারি। ভালো দিন যাচ্ছে, পারফরম্যান্স ভালো হচ্ছে। কিন্তু এটাই তো শেষ নয়। খারাপ সময় এলে তখনও যেন ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারি সেজন্য মানসিকভাবে প্রস্তুত থাকি’- বলেন এই পেসার।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড