• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

তিন নাবালিকা ধর্ষণ; প্রকাশ্যে মৃত্যুদণ্ড চেয়েছেন আফ্রিদি

  ক্রীড়া ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩৫
শহীদ আফ্রিদি
শহীদ আফ্রিদি (ছবি : সংগৃহীত)

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কসুরে তিন নাবালিকা প্রায় ৭৫ দিন ধরে নিখোঁজের পর শেষ পর্যন্ত তিনজনের মৃতদেহের খোঁজ মেলে। তিনজনের ধর্ষণের আলামত পাওয়া গিয়েছে। এমন নৃশংস ঘটনার পর রাগে ফুঁসছে গোটা দেশের মানুষ। এবার ধিক্কার জানালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শহীদ আফ্রিদিও।

দোষীদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হলেই এমন ধিক্কারজনক ঘটনা আর ঘটবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার অনুরোধ জানিয়ে একটি টুইটে লিখেছেন, 'রিয়াসত-এ-মদিনার আদলে এবার দেশ চালানোর সময় এসে গিয়েছে। পাঞ্জাবের এই ঘটনার পর যেন রক্তের অশ্রু ঝড়ে পড়বে চোখ থেকে। পাঞ্জাব প্রদেশ সঠিকভাবে পরিচালনার জন্য আপনার দলের কি কোনো উপযুক্ত ব্যক্তি নেই? মদিনায় (সৌদি আরব) অনেক সময়ই অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবার আমাদেরও সেই পথেই হাঁটা উচিত।'

কয়েকদিন আগে পাকিস্তানের পাঞ্জাবের কসুর জেলার চুনিয়া এলাকা থেকে হঠাৎ উধাও হয়ে যায় চার শিশু। তাদের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো একজনকে খোঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের ডিএনএ পরীক্ষা করানোর সিদ্ধান্ত হয়েছে।

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি নিজেও একজন বাবা; চার কন্যা তার। ফলে অন্যের মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আফ্রিদি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দৃষ্টি আকর্ষণ করেছেন। যেন নিপীড়কদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড