• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নড়াইলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন নড়াইল পৌরসভা

  নড়াইল প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫২
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নড়াইল জেলা পর্যায়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর উভয় গ্রুপে নড়াইল পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, নড়াইলের যৌথ আয়োজনে ২ দিন ব্যাপী (১৮-১৯ সেপ্টেম্বর) এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বালক গ্রুপে নড়াইল পৌরসভা ট্রাইব্রেকারে ১০-৯ গোলে সদর উপজেলাকে এবং বালিকা গ্রুপে নড়াইল পৌরসভা ট্রাইব্রেকারে ৫-৩ গোলে নড়াইল সদর উপজেলাকে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়। সন্ধ্যায় খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র মো. রেজাউল বিশ্বাস, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামান, সরকারি কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণসহ ফুটবলপ্রেমী দর্শকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এ প্রতিযোগিতায় তিনটি উপজেলা ও নড়াইল পৌরসভার ৮টি ( বালক-৪-বালিকা-৪ ) ফুটবল দল অংশগ্রহণ করে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড