• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অধিনায়ক হিসেবে সরফরাজকে বাদ দেয়া উচিত : আফ্রিদি

  ক্রীড়া ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২
পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ ও সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি
পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ ও সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি (ছবি : সংগৃহীত)

বিশ্বকাপে ব্যর্থতার কারণে পাকিস্তান দলের নেতৃত্ব থেকে সরফরাজ আহমেদকে বাদ দেয়ার জন্য দেশটির অনেক সাবেক ক্রিকেটারই বলেছেন। তবে এবার কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি সরফরাজকে টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার আহ্বান জানিয়েছেন।

আজ (১৯ সেপ্টেম্বর) করাচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, ওয়ানডে এবং টি-টুয়েন্টিতে অধিনায়ক পদে সরফরাজকে নিয়োগ করা সঠিক সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকা সফরের পর টেস্ট অধিনায়ক হিসেবে সরফরাজকে বাদ দেয়া উচিত ছিল। তার কারণ তিন ফরম্যাটে নেতৃত্ব দেয়া কঠিন এবং চ্যালেঞ্জিং।

বিশ্বের সাবেক অন্যতম সেরা এই অলরাউন্ডার আরও বলেন, দক্ষিণ আফ্রিকা সফরের পরে ফলাফল নির্বিশেষে আমি সরফরাজকে টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছাড়ার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু সে আমার কথায় কোনো গুরুত্ব দেয়নি।

সরফরাজ প্রসঙ্গে আফ্রিদি বলেন, কয়েক দিন আগে আমি পাকিস্তান ক্রিকেট দলের অনুশীলন এবং সরফরাজের অনুশীলনের কয়েকটি ছবি দেখেছি। ছবি দেখে আমার কাছে মনে হয়েছে সে অত্যন্ত ফিট রয়েছে। সে নিজেকে ফিট রাখার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। যা তাকে সীমিত ওভারের ক্রিকেটে এগিয়ে যেতে সহায়তা করবে।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড