• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

খুশিতে সারা রাত ঘুমাতে পারিনি : আমিনুল

  ক্রীড়া ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:১০
অভিষিক্ত ম্যাচেই নিজেকে প্রমান করেন আমিনুল
অভিষিক্ত ম্যাচেই নিজেকে প্রমাণ করেন আমিনুল (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে একজন লেগ স্পিনারের বড্ড সংকট ছিল। জুবায়ের হোসেন লিখন একবার উদিত হয়েছিলেন, কিন্তু বেশি দিন টিকতে পারেননি তিনি। আবারও সে সংকট দেখা দেয়। অবশেষে আশার আলো হয়ে জ্বলে উঠলেন ১৯ বছর বয়সি তরুণ আমিনুল ইসলাম বিল্পব। গতকালই ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় তার। অভিষিক্ত ম্যাচেই নিজেকে প্রমান করেন আমিনুল।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়ার রোমাঞ্চ আজ গণমাধ্যমের সঙ্গে শেয়ার করেন এই লেগ স্পিনার। আমিনুল বলেছেন, ‘বাংলাদেশের দ্বিতীয় টি-টুয়েন্টির পর সোহেল স্যার (বিসিবির কোচ সোহেল ইসলাম) আমাকে ফোন দিয়ে বলেন, তুই কি কিছু জানিস? আমি বললাম, না স্যার কিছু তো জানি না। এরপর বললেন, আচ্ছা ঠিক আছে অপেক্ষা কর, একটি ভালো সংবাদ পাবি। এরপর সাব্বির ভাই (লজিস্টিকস ম্যানেজার) আমাকে ফোন দিয়ে বললেন, অভিনন্দন, তোমাকে জাতীয় দলে ডাকা হয়েছে। এই সংবাদ শোনার পর খুশিতে সারা রাত ঘুমাতে পারিনি।’

গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে চার ওভার বোলিং করে মাত্র ১৮ রানে দুটি উইকেট নেন আমিনুল। প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েই একাদশে সুযোগ পান আমিনুল।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গেল আসরে নিজের পারফর্ম দিয়ে নির্বাচকদের নজর কাড়েন আমিনুল। তবে সেটা ছিল ব্যাটসম্যান হিসেবে। বিকেএসপির মতো দলকে একাই টেনেছেন তিনি। ১৩ ম্যাচে করেছিলেন ৪৪০ রান। যাতে হাফসেঞ্চুরি ছিল চারটি। সেই ব্যাটসম্যান আমিনুল বুধবার (১৮ সেপ্টেম্বর) দেশের জার্সিতে নিজের প্রথম ম্যাচ রাঙিয়েছেন বোলার হিসেবে।

ব্যাটসম্যান থেকে বোলার হয়ে ওঠার গল্প ও দেশের হয়ে প্রথম মাঠের নামার অনুভূতি জানালেন আমিনুল, ‘আসলে সব ক্রিকেটারের স্বপ্ন আন্তর্জাতিক ক্রিকেটের খেলা। আমার খুব ভালো লাগছিল (মাঠে নামার সময়)। ছোটবেলা থেকে যাদের খেলা দেখে এসেছি, তাদের সঙ্গে খেলা স্বপ্নের মতো। গর্বের একটা অনুভূতি।’

‘আমি যখন বোলিংয়ে যাই তখন একটু সমস্যা হচ্ছিল। এরপর সাকিব ভাই বললেন, যে তুই নরমাল যেমন বোলিং করিস সেটাই করার চেষ্টা কর। এরপর রিয়াদ ভাই, মুশফিক ভাই সবাই ভালো সাপোর্ট করছিলেন, যে ভালো জায়গাতে বোলিং করলেই হবে। আমি শুধু সেটাই করার চেষ্টা করেছি। এরপর আল্লাহ্‌র রহমতে ভালো হয়েছে।’

‘আমি অনুভব করি নিজের প্রতি নিয়ন্ত্রণটা অনেক বড় জিনিস। নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক গুরুত্বপূর্ণ। আমি এর আগে দেখেছি যে কারা কী করেছে? আমার চেষ্টা থাকবে, আমি নিজেকে নিয়ন্ত্রণ করে দিনের পর দিন নিজের উন্নতি করার’- বললেন এই তরুণ অলরাউন্ডার।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড