• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবারও নিষিদ্ধ লঙ্কান ক্রিকেটার

  ক্রীড়া ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৬
আকিলা দনাঞ্জয়া
শ্রীলঙ্কার অফস্পিনার আকিলা (ছবি : সংগৃহীত)

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কার তারকা আফস্পিনার আকিলা দনাঞ্জয়া। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে এ শাস্তি পেলেন তিনি। ২০১৮ সালেও একই কারণে নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি।

এবার আইসিসির নিয়ম অনুযায়ী দনাঞ্জয়াকে নিষিদ্ধ করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। পুরো প্রক্রিয়াটি সম্প্ন্ন হয়েছে আইসিসির তত্ত্বাবধানে। বোলিং অ্যাকশনে সন্দেহ ধরা পড়ায় ১৮ সেপ্টেম্বর লঙ্কান বোর্ড এবং খেলোয়াড়কে সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে।

চলতি বছরের আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টে আকিলার অফস্পিন বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। পরে প্রতিবেদন জমা দেন তারা। এর ভিত্তিতে ২৫ বছর বয়সী এ স্পিনারকে আইসিসির অনুমোদিত চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র ইনস্টিটিউটে পাঠানো হয়।

জানা গেছে, সে পরীক্ষায় আকিলার বোলিং অ্যাকশন সঠিক নয়। বোলিংয়ের সময় দনঞ্জয়ার কনুই আইসিসি অনুমোদিত ১৫ ডিগ্রির মধ্যে নিয়মিত থাকছে না। চার থেকে ১৭ ডিগ্রি পর্যন্ত উঠেছে। এর মধ্যে দুটি ডেলিভারি ছিল ১৫ ডিগ্রির উপরে। ফলে গত দুই বছরে দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ হলেন আকিলা।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড