• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শোয়েব মালিকের দাপটে হেরেছে গেইল-রাসেলরা

  ক্রীড়া ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৪
শোয়েব মালিক
(ছবি : সংগৃহীত)

আবারও হারের মুখ দেখল ক্রিস গেইলের জ্যামাইকা তালাওয়াস। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ-সিপিএলে জ্যামাইকা তালাাওয়াসকে ৮১ রানে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এ নিয়ে সিপিএলে নিজেদের পাঁচ ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা। প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ২১৮ রান তোলে গায়ানা। জবাবে ১৩৭ রানে গুটিয়ে যায় গেইল-রাসেলদের জ্যামাইকা।

কিংস্টনের স্যাবাইনা পার্কে শুরুতে হেমরাজের উইকেট হারায় গায়ানা। তবে ব্র্যান্ডন কিং ও হেটমায়ারের ব্যাটিংয়ে ঘুরে দঁড়ায় তারা। দ্বিতীয় উইকেটে এ দুজন তোলেন ৬৯ রান। ২৫ বলে ৪৪ রানে হেটমায়ার ও ৩৭ বলে ৫৯ রানে আউট হন কিং।

তবে গায়ানা ওয়ারিয়র্সকে ইনিংসের শেষ পর্যন্ত টেনে নিয়ে যান পাকিস্তানের শোয়েব মালিক। মাত্র ৩৭ বলে ৬৭ রানের টর্নেডো ইংনিংস খেলেন ৩৭ বছর বয়সী এ পাকিস্তানি। ছয়টি চার ও তিনটি ছক্কা হাঁকান মালিক। এতে জ্যামাইকা তালাওয়াসকে ২১৯ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দেয় গায়ানা।

জবাব দিতে নেমে মাত্র ১২ রানে হার্ডহিটার ক্রিস গেইলের উইকেট হারায় জ্যামাইকা। চ্যাডউইক, গ্লেন, ওয়ার্কার বিদায় নেন ৫১ রানে। পঞ্চম উইকেটে কিউই উইকেটরক্ষক গ্লেন ফিলিপসকে নিয়ে ৩০ বলে ৬০ রানের বিধ্বংসী জুটি গড়েন আন্দ্রে রাসেল। তিনটি চার ও তিনটি ছক্কায় ১৯ বলে ৪০ রান করেন রাসেল। তাকে আ‌উট করে জ্যামাইকার আশার প্রদীপ নিভিয়ে দেন উইন্ডিজ পেসার ওডেন স্মিথ। ফিলিপসও ৪০ রানে বিদায় নিলে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে গেইল বাহিনী।

ছয় ম্যাচে এটি পঞ্চম হার জ্যামাইকার। লিগে প্রথম চার ম্যাচ হারের পর গত ম্যাচে বার্বাডোজ ট্রিডেন্টসের বিপক্ষে জয় পেয়েছিল গেইলরা। এবারের আসরে মাত্র দুই পয়েন্ট পেয়ে টেবিলের তলানিতে গেইলরা। অপরদিকে, পাঁচ ম্যাচের সবকটি জিতে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে গায়ানা ওয়ারিয়র্স।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড