• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেখে নিন চ্যাম্পিয়নস লিগের গতরাতের ফল

  ক্রীড়া ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪০
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে বুধবারের (১৮ সেপ্টেম্বর) সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদ ও পিএসজি ম্যাচ। 'এ' গ্রুপের ম্যাচে ফরাসি জায়ান্টদের মাঠে খেলতে যায় স্প্যানিশ জায়ান্টরা; যেখানে শুরুটা ভালো হয়নি রিয়ালের। আর্জেন্টাইন সুপারস্টার অ্যাঙ্গেল ডি মারিয়ার জোড়া গোলে বিধ্বস্ত রিয়াল। মারিয়া ছাড়াও গোল পেয়েছেন পিএসজির বেলজিয়ান ডিফেন্ডার থমাস মেউনিয়ার। ৩-০ গোলের ব্যবধানে হেরে মৌসুমের শুরুতেই পয়েন্ট হারিয়েছে লস ব্লাকোসরা।

রাত ১টায় শুরু হওয়া 'বি' গ্রুপের ম্যাচে সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেডকে ৩-০ গোলে হারায় জার্মান চ্যাম্পিয়নস বায়ার্ন মিউনিখ। নিকো কোভাচের দলের হয়ে গোল করেছেন ফরাসি মিডফিল্ডার কোমান, লেভানডোস্কি ও মুলার। ‘বি’ গ্রুপে দিনের প্রথম ম্যাচে অলিম্পিয়াকোসের মাঠে ২-২ এ ড্র করে ফিরেছে গতবারের রানার্সআপ টটেনহ্যাম হটস্পার।

‘সি’ গ্রুপে ইউক্রেনের শাখতার দোনেৎস্ককে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে গতবারের সেমি-ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের হয়ে গোলের দেখা পেয়েছেন রিয়াদ মাহরেজ, জার্মানির মিডফিল্ডার গিনদোয়ান ও শেষ গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। আরেক ম্যাচে ক্রোয়েশিয়ার দল দিনামো জাগরেবের মাঠে ৪-০ গোলে হেরেছে ইতালির ক্লাব আতালান্তা।

একই সময় শুরু হওয়া চ্যাম্পিয়নস লিগের 'ডি' গ্রুপের আরেক ম্যাচে জুভেন্তাসকে রুখে দেয় অ্যাতলেটিকো মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে প্রভাব দেখিয়েও জয় পায়নি জুভরা। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে জয়ের আশা করলেও ম্যাচ শেষের দিকে দুর্দান্ত ক্যামব্যাকে জুভিদের রুখে দেয় ডিয়েগো সিমিওনের ছেলেরা। বিপদে তুরিনের বুড়িদের উদ্ধার করতে পারেন নি পর্তুগিজ রাজপুত ক্রিস্তিয়ানো রোনালদো।

জুভেন্তাসের হয়ে গোল করেছেন কলম্বিয়ান মিডফিল্ডার হুয়ান কুয়াদরাদো ও বিশ্বকাপ জয়ী ফ্রান্স তারকা মাতুইদি। এছাড়া দ্বিতীয়ার্ধে দুর্দান্ত দুই গোলে ড্র করে রিয়ালকে রুখে দেয় স্তেফান সাভিচ ও এক্তর এররেরা। এই গ্রুপের আরেক ম্যাচে জার্মানির বায়ার লেভারকুজেনের মাঠে ২-১ গোলে জিতেছে রাশিয়ার লোকোমোতিভ মস্কো।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড