• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

অভিষেকে আলো ছড়ানো আমিনুলকে পাচ্ছে না বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪০
আমিনুল ইসলাম বিপ্লব
(ছবি : সংগৃহীত)

অভিষেকটা আমিনুল ইসলামের হয়েছে স্মরণীয়। জিম্বাবুয়ের বিপক্ষে জিতেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠে বাংলাদেশ। আর চার ওভার বোলিং করে দুই উইকেট নেন এ তরুণ লেগস্পিনার। ইকোনমি রেটে সাইফউদ্দিনের পরই ছিলেন এ ডেব্যুটেন্ট। অথচ সেই আমিনুলই কিনা সিরিজ থেকে ছিটকে যাচ্ছেন।

ম্যাচ শেষেই বাংলাদেশ দলের ১৯ বছর বয়সী স্পিনারকে যেতে হয়েছে ডাক্তারের কাছে। বাঁ হাতে পড়েছে তিনটা সেলাই। দুর্দান্ত শুরু করা করা আমিনুলের সিরিজ অনেকটাই শেষ! বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ফলো থ্রুতে বল ধরতে গিয়ে বাঁ হাতে চোট পেয়েছেন আমিনুল। যদিও বৃহস্পতিবার সকালে চোট নিয়ে তাকে খুব একটা চিন্তিত মনে হলো না।

ব্যথা কমলেও আমিনুলের হাতে যে সেলাই, তা নিয়ে খেলা কঠিন। কারণ সেলাই খুলতেই লেগে যেতে পারে প্রায় এক সপ্তাহ। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বললেন, ‘কাল রাতে ওকে সেলাই দেওয়া হয়েছে। এখন ব্যান্ডেজ করা আছে। খুলতে সময় লাগবে। অনেক সময় সেলাই নিয়ে খেলা যায়। তবে দু-এক দিন তো দেখতে হবে। সিরিজ এখন যে পর্যায়ে আছে, দু-একদিন দেখতে গেলে তো তার খেলার সম্ভাবনা ক্ষীণ।’

আমিনুলের বাঁ হাতে চোট ছিল আগে থেকে। নতুন করে আবার চোট পেলেন তিনি। এতেই সিরিজ থেকে অনেকটাই ছিটকে যাচ্ছেন তিনি। আন্তর্জাতিক অভিষেক এতটা ভালো হবে, নিজেও ভাবতে পারেননি, ‘কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। বাংলাদেশ দলে খেলার স্বপ্ন সেই ছোটবেলা থেকে দেখছি। তবে এতটা চিন্তা করিনি যে এভাবে স্বপ্নটা পূরণ হবে।’

স্বপ্নের অভিষেকের পরই ছিটকে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই ভালো-মন্দ দুয়ের দেখা মিলল বিপ্লবের।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড