• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

লেভানডোস্কির ২০০ গোল

  ক্রীড়া ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৬
পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি
পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি (ছবি : সংগৃহীত)

বায়ার্ন মিউনিখের হয়ে নতুন একটি মাইলফলক স্পর্শ করেছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি। ২০১৪ সাল থেকে বায়ার্নের হয়ে পোল্যান্ডের অধিনায়ক এখন পর্যন্ত করেছেন ২০০ গোল। বুধবার (১৮ সেপ্টেম্বর) উয়েফা চ্যাম্পিয়নস লিগে সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেডকে হারিয়ে নতুন মৌসুম শুরু করে জার্মান চ্যাম্পিয়নসরা। বায়ার্নের ৩-০ গোলের জয়ে এক গোল করেছেন লেভানডোস্কি; এই গোলের মধ্য দিয়ে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি।

২৪৯ ম্যাচে ২০০ গোলের কীর্তি গড়েন এ স্ট্রাইকার। পাঁচ বছরের বায়ার্নের ক্যারিয়ারে ক্লাবের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন লেভানডোস্কি। তার উপরে কেবল জার্ড মুলার (৩৯৮ গোল) ও কার্ল হেইঞ্জ রুমিনিগে (২১৭ গোল) আছেন। বুন্দেসলিগায় ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখের হয়ে ২১০ গোল করেছেন এ পোলিশ তারকা। যা লিগের ইতিহাসে বিদেশি খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ড।

এমন কীর্তিতে উচ্ছ্বাসা প্রকাশ করেন ৩১ বছর বয়সী লেভানডোস্কি বলেন, 'আমি উচ্ছ্বসিত বায়ার্নের হয়ে গোল করতে পেরে; এমন করেই খেলতে চাই; আর গোল করতে চাই।'

এই তো গেল মাসে বায়ার্নের সঙ্গে নতুন করে চার বছরের জন্য চুক্তিবদ্ধ হন এই পোলিশ স্ট্রাইকার। জার্মান জায়ান্টদের হয়ে পাঁচটি লিগ শিরোপা ও দুটি জার্মান কাপ জেতেন তিনি। গত দুই মৌসুমে বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতাও ছিলেন লেভানডোস্কি। গত আট মৌসুমের মধ্যে সাতবারই লিগে কমপক্ষে ২০ গোল করেছেন তিনি। সূত্র- ফক্সস্পোর্টস

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড