• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

৬২ রানের ঝড়ে রিয়াদের মাইলফলক

  ক্রীড়া ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:১১
মাহমুদউল্লাহ রিয়াদ
মাহমুদউল্লাহ রিয়াদ (ছবি: সংগৃহীত)

চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে ঝড় তুলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার ৬২ রানের ওপর ভর করে ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ১৭৫ রান।

৩৭ বলে ৬২ রানের ঝলমলে ইনিংস খেলেন রিয়াদ। এ রান করতে তিনি ১টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়েছেন। এছাড়া এ ইনিংসের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। চতুর্থ বাংলাদেশি হিসেবে এ কীর্তি গড়েন রিয়াদ। এর আগে সাকিব, তামিম ও মুশফিকের আন্তর্জাতিক ৮ হাজার রান করার কৃতিত্ব রয়েছে।

৭৯৭১ রান নিয়ে আজকে খেলতে নামেন রিয়াদ। ইনিংস শেষে রিয়াদের রান দাঁড়ায় ৮০৩৩। রিয়াদ ৪৬ টেস্টে করেছেন ২৬৬৯ রান। অন্যদিকে ১৮৫ ওয়ানডেতে তার রান ৩৯৯৪। আর ৭৯ টি-টুয়েন্টি সংগ্রহ ১৩৭০ রান। রিয়াদ সব মিলিয়ে রিয়াদ ৪১টি অর্ধশতক ও ৭টি শতক হাঁকিয়েছেন।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড