• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

২০২২ অলিম্পিকের অফিশিয়াল মাসকট পান্ডা

  ক্রীড়া ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৭
‘অলিম্পিক-২০২২’র অফিশিয়াল মাসকট (ছবি: সংগৃহীত)
‘অলিম্পিক-২০২২’র অফিশিয়াল মাসকট (ছবি: সংগৃহীত)

৩৩তম অলিম্পিয়াড তথা ‘অলিম্পিক-২০২২’-এর অফিশিয়াল মাসকট হিসেবে চীনের সবচেয়ে আইকনিক প্রাণী পান্ডাকে বেছে নেয়া হয়েছে। শীতকালীন আসরের আয়োজক কমিটি গতকাল (১৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

মাসকট হিসেবে আয়োজক কমিটি যে ছবি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, ‘বিং ডুয়েন ডুয়েন’ নামক বড় আকারের পান্ডা মাসকটটি বরফের স্যুট পরা।

২০২২ শীতকালীন অলিম্পিক গেমসের জন্য বেইজিং আয়োজক কমিটি কালো এবং সাদা ভাল্লুকের ছবি দিয়ে টুইটে লিখেছে, ‘গোল্ডেন হার্ট অ্যান্ড এ লাভ অব অল থিংকস উইন্টার স্পোর্টস’। প্যারা-অলিম্পিক শীতকালীন গেমসের জন্য যে মাসকটটি প্রকাশ করা হয়েছে তার নাম ‘শুয়ে রন রন’।

বেইজিংই একমাত্র শহর যারা একসঙ্গে শীতকালীন অলিম্পিক এবং প্যারা-অলিম্পিক আয়োজন করবে। ২০১৫তে এই আসর আয়োজনের সুযোগ পায় বেইজিং। এর আগে ২০০৮ সালে সফলভাবে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করে তারা।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড