• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা দিতে নারাজ পুলিশ

  ক্রীড়া ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫১
কোহলি ও নিরাপত্তাকর্মীরা
কোহলি ও নিরাপত্তাকর্মীরা (ছবি : সংগৃহীত)

ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও বিত্তবান বোর্ড ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। অথচ পৃথিবীর সবচেয়ে অর্থশালী বোর্ডটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা নিরাপত্তাকর্মীদের প্রাপ্য পাওনা বুঝিয়ে দিচ্ছে না। যে কারণে হুমকির মুখে পড়েছে টিম ইন্ডিয়ার নিরাপত্তা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে ইতোমধ্যে চণ্ডিগড়ে পৌঁছেছে কোহলি অ্যান্ড কোং। আগামীকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) মোহালির পাঞ্জাব ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। ধর্মশালায় সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়েছে। তবে বুধবারের ম্যাচ ভেসে যাওয়ার সম্ভাবনা নেই। স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে তা নিশ্চিত হওয়া গেছে।

তবু দুশ্চিন্তামুক্ত হতে পারছেন না কোহলি অ্যান্ড কোং। কারণ অবশ্য ভিন্ন। তাদের নিরাপত্তা দিতে আপত্তি জানিয়েছে স্থানীয় রাজ্য পুলিশ। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিসিসিআইয়ের কাছে প্রায় ৯ কোটি রুপি পাবে চণ্ডিগড় পুলিশ। তাই এ ম্যাচে ফোর্স দিতে রাজি নয় তারা।

বিমানবন্দর থেকে দুই দলের ক্রিকেটার ও স্টাফদের নিরাপত্তা দিয়েছে মোহালি পুলিশ। চণ্ডিগড় পুলিশের হাতে যাওয়ার আগ পর্যন্ত কোহলি-ডি ককদের নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন তারা। ঝামেলাটা শুরু হয়েছে এর পরই। আগের পাওনা পরিশোধ না করায় তাদের নিরাপত্তা দেয়নি আঞ্চলিক পুলিশ।

যদিও হোটেলে পৌঁছতে সমস্যা হয়নি ভারতীয়-প্রোটিয়া ক্রিকেটারদের। বেসরকারি ব্যবস্থাপনায় স্বউদ্যোগে তাদের টিম হোটেলে পৌঁছে দিয়েছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। অবশ্য ম্যাচের দিন নিরাপত্তার কী হবে, সেই বিষয়ে কিছু জানা যায়নি।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড