• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়ে সানার স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী

  ক্রীড়া ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৯
রোমান সানা
রোমান সানাকে গণভবনে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত)

এশিয়া কাপ ওয়ার্ল্ড আর্চারি র‍্যাঙ্কিং টুর্নামেন্টের এককে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন রোমান সানা। তার এ অর্জনে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভিনন্দন জানিয়ে মিষ্টিমুখ করিয়েছেন। এছাড়া রোমান সানার হৃদরোগে আক্রান্ত মায়ের চিকিৎসার দায়িত্বও নিয়েছেন প্রধানমন্ত্রী।

রোমান সানার লেখাপড়াসহ ব্যক্তিগত জীবনের নানা খোঁজ খবর নেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রী জানতে পারেন সানার মা হৃদরোগে আক্রান্ত। পরে প্রধানমন্ত্রী তার মায়ের চিকিৎসার দায়িত্ব নেয়ার আশ্বাস দেন। গণভবন থেকে বের হয়ে এ ব্যাপারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি জানান, ‘প্রধানমন্ত্রী রোমান সানার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন। তিনি রোমানের আর্চার হওয়া, তার লেখাপড়া এবং পরিবারের গল্প শুনেছেন। আগামীতে ভালো ফলাফল করতে হলে কি কি সুযোগ-সুবিধা প্রয়োজন তা জানতে চেয়েছেন। রোমানের মা অসুস্থ জানার পর বিস্তারিত খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকায় এনে কোন হাসপাতালে চিকিৎসা করালে ভালো হবে সে উপদেশও দিয়েছেন তিনি।’

এছাড়া প্রধানমন্ত্রী আর্চারির যুব বিশ্বকাপ আয়োজনের অনুমতি দিয়েছেন জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আরও যোগ করেন, ‘আমি প্রধানমন্ত্রীকে রোমানের স্বর্ণ পাওয়ার বিষয় উল্লেখ করে তাকে দোয়া করার অনুরোধ করেছিলাম। রোমান সানার জন্য এটা বিরাট অনুপ্রেরণা। প্রধানমন্ত্রী আর্চারির সুযোগ সুবিধা বাড়ানোর নির্দেশও দিয়েছেন। আর্চারি ফেডারেশন ২০২৩ সালে যুব বিশ্বকাপ আয়োজনের আগ্রহের কথা জানালে প্রধানমন্ত্রী সে অনুমতি দেন। তিনি এ বিশ্বকাপ কক্সবাজারে আয়োজনের উপদেশও দিয়েছেন। কারণ, সেখানে হোটেলের সুযোগ-সুবিধা অনেক ভালো।’

এদিকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রোমান সানা। তিনি বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার স্বপ্ন পূরণ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমার হৃদরোগে আক্রান্ত মায়ের চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা আমাকে আগামীতে আরও ভালো খেলার অনুপ্রেরণা যোগাবে।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড