• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

টাইগারদের একটা মোমেন্টাম জরুরি

  ক্রীড়া প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৫
সংবাদ সম্মেলনে মোসাদ্দেক হোসেন সৈকত
সংবাদ সম্মেলনে মোসাদ্দেক হোসেন সৈকত (ছবি : সংগৃহীত)

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের চট্টগ্রাম পর্বের খেলা অনুষ্ঠিত হবে আগামীকাল। বন্দর নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। প্রথম ম্যাচে সিরিজে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সিরিজের প্রথম ম্যাচেও মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-জিম্বাবুয়ে। সে ম্যাচে আফিফের সঙ্গে ৮২ রানের বড় জুটি করে দলকে জয়ের বন্দরে নিয়ে যায় অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। আগামীকালও জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছেন না তিনি।

মোসাদ্দেক বলেছেন, ‘আমাদের একটা মোমেন্টাম জরুরি। একটা ম্যাচ জেতা আসলে দরকার। আমরা প্রথম ম্যাচ জিতেছি এবং একটা ম্যাচ হেরে গেছি। পরবর্তী ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জেতার জন্যই খেলব। শতভাগ অ্যাগ্রেসিভ ক্রিকেটটাই খেলব।‘

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ দল। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন এই তরুণ অলরাউন্ডার।

মোসাদ্দেক বলেন, ‘আমি একটা কথা প্রথমেই বলেছি আফগানিস্তানের সঙ্গে বিষয়টা হয় কী ওদের স্পিনার নিয়ে সবসময় কথাটা উঠে আসে বেশি। যদি দেখেন আমরা ম্যাচ হারতেছি ২০ রানে ১৫ রানে- এই জায়গাতে আমরা হারতেছি। ওদের যে স্পিনাররা আছে আমরা যদি আরেকটু ক্যালকুলেটিভ খেলি বা আরেকটু...যে ভুলগুলো করছি তা আরেকটু মিনিমাইজ করি...আমার মনে হয় সবজায়গাতেই আমরা ঠিক আছি...টি-টুয়েন্টিতে ১৬০ রান হবে এটাই স্বাভাবিক, সেখানে হয়তো আমরা ১৪৫ বা ১৫০ করতেছি। যে জায়গায় হয়তো আমরা একটু বেশি তাড়াহুড়ার করতেছি সে জায়গায় তাড়াতাড়ি ভুল মিনিমাইজ করে তাহলে আমাদের ম্যাচ জেতার পারসেনটেজ বেড়ে যাবে।’

এ দিকে গণমাধ্যমে বেশ কয়েকবার টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, অধিনায়কত্ব উপভোগ করছেন না তিনি। কিন্তু সাকিব এটাও মনে করেন তিনি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশ দলের হাল ধরার মতো কেউ নেই। তবুও আলোচনায় উঠে এসেছে সাকিবের অবর্তমানে কে হতে পারেন অধিনায়ক। আলোচনায়-ভাবনায় আছেন ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকা মোসাদ্দেক হোসেন।

দলের নেতৃত্ব নিয়ে কিছু ভাবছেন কি না এমন প্রশ্নের উত্তরে মোসাদ্দেক বলেন, ‘আসলে বর্তমান অবস্থায় তো ওভাবে চিন্তা করছি না আসলে কী হবে, কী হবে না। ম্যানেজমেন্টে যারা আছে তারাই খুব ভালো বলতে পারবে। টিমে অবদানের কথা যদি বলেন, সবাই পারফর্ম করা শুরু করেছে এবং চেষ্টা করছে অবদান রাখার। আমি মনে করি আমার জায়গা থেকে আমি চেষ্টা করব আমি কতটুকু অবদান রাখতে পারতেছি। এখন আমি এটার ওপর ফোকাস করছি।’

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড