• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাকিবই রশিদ খানের সবচেয়ে ভালো বন্ধু

  ক্রীড়া ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৫
রশিদ খান ও সাকিব আল হাসান
(ছবি : সংগৃহীত)

আফগান অধিনায়ক রশিদ খানকে প্রশ্ন করা হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কে তার সবচেয়ে ভালো বন্ধু। উত্তরে তিনি বলেন, সাকিব আল হাসান। আইপিএলে গত দুই মৌসুম তারা একই ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন ।

রশিদ খান বলেন, ‘বাংলাদেশের প্রত্যকেই অনেক ভালো কিন্তু সাকিব সবচেয়ে কাছের বন্ধু। আমরা একত্রে আইপিএলে সানরাইজার্স হাদরাবাদে খেলেছি। বাংলাদেশ দলে সাকিবই আমার সবচেয়ে ভালো বন্ধু। হায়দরাবাদে আমরা দুই বছর খেলেছি। তামিম আছে, লিটন দাস, মুস্তাফিজ, তাসকিন সবার সঙ্গেই ভালো সম্পর্ক। তবে সাকিবের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক’।

তবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে গতকাল (১৫ সেপ্টেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে এই প্রিয় বন্ধুর দলকেই হারিয়েছেন রশিদ খান। এমনকি বাংলাদেশের ব্যাটিং চলাকালে সাকিবের সঙ্গে একদফা ঝগড়াও বেঁধে যায় রশিদের সঙ্গে। এমনকি সাকিবের উইকেট পাওয়ার পর বেশ উত্তেজিত হয়েছিলেন রশিদ খান।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড