• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

আর্জেন্টিনায় প্রথম ম্যাচে ম্যারাডোনার কষ্ট

  ক্রীড়া ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৮
দিয়াগো ম্যারাডোনা
আর্জেন্টিনা ঘরোয়া লিগে কোচিং শুরু করলেন ম্যারাডোনা (ছবি : সংগৃহীত)

মেক্সিকান ক্লাব ডোরাডোসের দায়িত্ব ছেড়ে নিজের দেশ আর্জেন্টিনায় ফিরে এলেন কোচিং করাতে। এবার জাতীয় দলের কোচ নয়, ঘরোয়া ক্লাব লা প্লাতার ক্লাব জিমনেসিয়ার দায়িত্ব পান বিশ্বকাপ জয়ী তারকা।

এক সপ্তাহ আগে নতুন কোচ ম্যারাডোনাকে বরণ করে নেয় জিমনেসিয়া ওয়াই এসগ্রিমা। গতকাল (১৫ সেপ্টেম্বর) রবিবার রাতেই প্রথমবার ম্যারাডোনার দল মাঠে নামে। কিন্তু আর্জেন্টাইন কিংবদন্তুির শুরুটা ভালো হয়নি। গোলরক্ষকের ভুলে শিষ্যদের হারের সাক্ষী হলেন ম্যারাডোনা। ঘরের মাঠে রেসিংয়ের কাছে ২-১ গোলে হেরে গেল ম্যারাডোনার দল জিমনেসিয়া।

ম্যাচের ৩৬ মিনিটেই গোলরক্ষকের ভুলে গোল আদায় করে রেসিং। বিরতির পর ছয় মিনিটে ম্যাতিয়াস গার্সিয়ার গোলে সমতায় ফেরে জিমনেসিয়া। তবে জিমেনসিয়ার আনন্দ স্থায়ী হয়নি। মাত্র দুই মিনিট পরই ফের তাদের জালে বল পাঠায় রেসিং। ডিফেন্ডারদের ভুলে গোল করেন ফেদেরিকো জারাচো। ম্যাচ শেষে ম্যারাডোনা বলেন, ‘আমি মনে করি, দল খুব ভালো খেলেছে। খেলোয়াড়রাও দুর্দান্ত। তবে আমাদের আরও অনেক কাজ করতে হবে। আমরা এখনো শেষ হয়ে যাইনি।’

জিমনেসিয়া ক্লাবটি রেলিগেশনের দ্বারপ্রান্তে। এ জন্যই আর্জেন্টাইন কিংবদন্তিকে কোচ হিসেবে নিয়োগ করে ক্লাব কর্তৃপক্ষ। রেসিংয়ের কাছে এই হারের অর্থ হচ্ছে জিমনেসিয়া মৌসুমের শুরুতে মাত্র ৬ ম্যাচের মধ্যে ৫টিতেই হেরেছে। ২৪ দলের মধ্যে মাত্র ১ পয়েন্ট নিয়ে তারা রয়েছে টেবিলের তলানিতে।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড