• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সবাইকে দায়িত্ব নিয়ে খেলার আহ্বান সাকিবের

  ক্রীড়া ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:০১
সাকিব আল হাসান (ছবি : সংগৃহীত)
সাকিব আল হাসান (ছবি : সংগৃহীত)

আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরে হতাশায় আছেন অধিনায়ক সাকিব আল হাসান। আফগানদের বিপক্ষে বোলিং ভালো হলেও ব্যাটিংয়ের দৈন্যতা যথেষ্ট ভুগেছে টাইগাররা। এই ম্যাচে ১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে কেবল মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া আর কেউই নামের প্রতি সুবিচার করতে পারেননি। ফলে সিরিজে টিকে থাকতে হলে হাতে থাকা বাকি দুই ম্যাচে সবাইকে বিশেষ করে ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিয়ে খেলার আহ্বান জানান টাইগার কাপ্তান সাকিব।

রবিবার (১৫ সেপ্টেম্বর) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আসলে প্রত্যেককে (ব্যাটসম্যান-বোলার-ফিল্ডার) দায়িত্ব নিজের কাঁধে নিতে হবে। গেম প্ল্যান তৈরি করতে হবে, কীভাবে কাটিয়ে উঠতে পারবে তা নিয়ে চিন্তা করতে হবে। কারণ কোচ যতই বলুক, অন্যান্যরা যতই বলুক- দিনশেষে খেলাটা আপনারই খেলতে হয়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবই আপনারই করতে হয়।’

সাকিব আরও বলেন, ‘একজন আরেকজনকে কতখানি পরামর্শ দেওয়া সম্ভব বা উচিত আমি জানি না। কোচিং স্টাফরা চেষ্টা করছে, কথা বলছে, কী কী অপশন আছে। অন্য দেশের ক্রিকেটাররা কী কী করেছে, সেটা দেখাচ্ছে। কিন্তু ‘অ্যাপ্লিকেশন’টা তো নিজেদেরই করতে হবে।’

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৫ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই হারের পর সাকিব মেনে নিয়েছেন, তার দলের আত্মবিশ্বাস তলানিতে রয়েছে- ‘আত্মবিশ্বাসের ঘাটতি ও পরিষ্কার মানসিকতার অভাব।’

নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে বুধবার আবারও জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই আবারো সিরিজে ফিরে আসতে চাইবে সাকিব-মুশফিকরা। এরপর ২১ সেপ্টেম্বর আফগানদের মুখোমুখি হবে টাইগাররা।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড