• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

নবীকে আটকাতে পারলেন না সাকিব-সাইফউদ্দিনরা

  সোহরাব মাহাদী

১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৮
উইকেট উদযাপন করছেন সাকিব-সাইফউদ্দিন
ছবি : সংগৃহীত

ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই সাউফউদ্দিনের বলে সরাসরি বোল্ড হয় রহমানুল্লাহ। এরপর সাকিব-সাইফউদ্দিন চেপে ধরেন আফগারদের। মাত্র ৪০ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানিস্তান। কিন্তু শেষ পর্যন্ত রশিদ খানদের লাগাম টেনে ধরতে পারেনি টাইগাররা।

আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীর দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের সামনে ১৬৫ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় দলটি। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করে তারা। নবী একাই খেলেন ৮৪ রানের ইনিংস। মাত্র ৫৪ বলে ৩ চার ৭ ছক্কায় ঝড় তোলা ইনিংসে অপরাজিত থাকেন তিনি।

সাকিব-সাইফউদ্দিন অন্য ব্যাটসম্যানদের আটকাতে পারলেও পারেননি সদ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো এই অলরাউন্ডারকে আউট করতে। প্রথম ইনিংসে আফগানিস্তানের ছয় আসে ১০টি। যার মধ্যে সাতটি ছয়ই হাঁকান নবী।

তরুণ অলরাউন্ডার সাইফউদ্দিন ৪ ওভারে ৩৩ রান খরচায় নেন সর্বোচ্চ চার উইকেট। আগের ম্যাচে এক ওভারে টানা ছয় বাউন্ডারিতে ৩০ রান খাওয়া সাকিব এদিন ৪ ওভারে খরচ করেন মাত্র ১৮ রান। শিকার করেন দুইটি উইকেট।

নবীর সঙ্গে আফগানদের চাকা সচল রাখে আজগন আফগান। ৩৭ বলে ৩ চার ২ ছক্কায় খেলেন ৪০ রানের ইনিংস। এছাড়া দলটির হয়ে অন্য ব্যাটসম্যানরা তেমন ভূমিকা রাখতে পারেননি। আফগানদের তৃতীয় সর্বোচ্চ ছিল ১১ রান। তবে বাংলাদেশের বোলাররা অতিরিক্ত রানই দেন ১৮।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড