• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

  সোহরাব মাহাদী

১৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৭
দারুণ বিপর্যয়ে টাইগাররা
দারুণ বিপর্যয়ে টাইগাররা (ছবি : বিসিবি)

দলীয় রান ২৬ থেকে ২৯ আসতেই মানে স্কোর বোর্ডে তিন রান যুক্ত করতেই নিজেদের উইকেট বিলিয়ে দেয় বাংলাদেশের প্রথম সারির চার ব্যাটসম্যান। ২৬ রানের মাথায় ওপেনার লিটন দাস (১৯) বোল্ড হওয়ার পরের বলেই ক্যাচ আউট হন সৌম্য সরকার (৪)।

দলীয় স্কোর বোর্ডে রান তখনও ২৬-ই। দুই ওপেনারের বিদায়ের পর জুটি বাঁধার স্বপ্ন দেখেন দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব-মুশফিক। কিন্তু সৌম্যকে আউট করা জার্ভিস ওই ওভারের চতুর্থ বলেই তুলে নেন মুশফিকের (০) উইকেট। তখন স্কোর বোর্ডে সবে মাত্র যুক্ত হয়েছে একটি রান।

২৭ রানে যখন বাংলাদেশ দল অসহায় হয়ে পড়েছে তখন দলকে আরও খাদের কিনারায় ঠেলে দিলেন অধিনায়ক সাকিব (১)। মুশফিক আউট হওয়ার পরের ওভারেই মাত্র দুই রান যুক্ত করতে ২৯ রানের মাথায় বিদায় নেন সাকিব।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৬ রান। সাব্বির ১৩ ও মাহমুদউল্লাহ ১৪ রানে ব্যাট করছেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রায়ান বুর্লের ঝড়ে নির্ধারিত ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলে জিম্বাবুয়ে। এতে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ১৪৫ রান।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড