• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিরপুর স্টেডিয়ামে হঠাৎই বিদ্যুৎ বিহীন আট মিনিট

  সোহরাব মাহাদী

১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৫
ছবি : দৈনিক অধিকার

ইনিংসের ১৬তম ওভারে রায়ান বুর্ল ঝড়ের পর হঠাৎই বিদ্যুৎ চলে যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তখন রাত ৯টা ১৭। ইনিংসের ১৭তম ওভারের বল করতে আসেন মুস্তাফিজ। কিন্তু বল হাতে নিতেই চলে যায় বিদ্যুৎ। দীর্ঘ আট মিনিট অপেক্ষার পর অবশেষে জ্বলে ওঠে মিরপুরের ফ্লাড লাইট।

সে সময় স্টেডিয়ামে উপস্থিত থাকা দর্শকরা মোবাইল ফোনের আলো দিয়ে প্রতিবাদ জানায়। বিদ্যুৎ চলে যাওয়া অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে প্রেস বক্সও। যদিও এখন পর্যন্ত বিদ্যুৎ চলে যাওয়ার কারণ জানা যায়নি।

এর আগে দীর্ঘ দেড় ঘণ্টা বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ ছিল। ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে ছয়টায়। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ মাঠে গড়ায় রাত ৮টা বাজে।

১৮ ওভারের ম্যাচে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলে জিম্বাবুয়ে। এতে স্বাগতিক বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ১৪৫ রান।

বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, লিটন দাস, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ : হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, তিমিসেন মারুমা, রায়ান বুর্ল, টিনোটেন্ডা মুতুমবদজি, নেভিল মাদজিভা, কাইল জার্ভিস, টনি মুনোওঙ্গা ও টেন্ডাই চাতারা।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড