• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুযোগ পেয়ে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স

  ক্রীড়া ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৯
মিচেল মার্শ
ওভালে পাঁচ উইকেট শিকার করেছেন মিচেল মার্শ (ছবি : সংগৃহীত)

চলতি অ্যাশেজে এগিয়ে থাকলেও ওভালে একাদশে দুটি পরিবর্তন আনে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেডের পরিবর্তে সিরিজে প্রথমবারের মতো সুযোগ পান পেস অলরাউন্ডার মিচেল মার্শ। ওভালে মাঠে নেমে বোলিংয়ে সুইং ও গতির ঝড় তুললেন এ ডানহাতি পেসার। ৪৬ রানে তার ক্যারিয়ার সেরা পাঁচ উইকেটে ২৯৪ রানে থামে ইংলিশদের প্রথম ইনিংস। ক্যারিয়ারে এবারই প্রথম পাঁচ উইকেট শিকার করেন জিওফ মার্শের ছেলে।

আট উইকেটে ২৭১ রান নিয়ে দ্বিতীয় দিনে নামে ইংল্যান্ড। ২৩ রান যোগ তরে শেষ দুই উইকেট হারায় তারা। আগের দিন ১৬ ওভার এক বল করে চোটে পড়েছিলেন মার্শ। তবে ইংলিশদের ব্যাটিং লাইনআপে প্রথম দিনে গুঁড়িয়ে দেন শন মার্শের ছোট ভাই। অজিদের পক্ষে চার উইকেট নেন তিনি।

৮৭তম ওভারে কামিন্সের বলে ৭০ রানে বোল্ড হন বাটলার। তাই লিচই ছিল স্বাগতিকদের শেষ ভরসা। দ্বিতীয় দিনে মার্শের ১৩তম ডেলিভারিতে তিনিও বোল্ড হন। এতে ৩১তম টেস্টে এসে প্রথম পাঁচ উইকেট পেলেন মিচেল মার্শ। অজিদের পক্ষে প্যাট কামিন্স শিকার করেন তিন উইকেট। হ্যাজেলউড শিকার করেন দুই উইকেট। স্টার্কের পরিবর্তে সুযোগ পেয়ে উইকেটশুন্য ছিলেন পিটার সিডল।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড