• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘ও ভাই’ ত্রিদেশীয় সিরিজ

জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হতে পারে মিশুর

  ক্রীড়া ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:০১
টাইগারদের পেস বোলিং কোচের সঙ্গে মিশু (ছবি : সংগৃহীত)
টাইগারদের পেস বোলিং কোচের সঙ্গে মিশু (ছবি : সংগৃহীত)

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে হারের যন্ত্রণা ভুলে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। জয় দিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরু করতে শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে টাইগাররা। এছাড়া এ ম্যাচে অভিষেক হতে পারে ২০ বছর বয়সী নোয়াখালীর লম্বা পেসার ইয়াসিন আরাফাত মিশুর।

নোয়াখালীতে জন্ম নেওয়া এই ফাস্ট বোলার ঘরোয়া লিগে দুর্দান্ত ফর্মে আছেন- মিশুর লিস্ট 'এ' ও প্রথমশ্রেণির রেকর্ডটা ভালো। এখন পর্যন্ত ৭টি চারদিনের ম্যাচ খেলে ১১ ইনিংস বল করে উইকেট পেয়েছেন ১৮টি। ব্যাট হাতে ৯ ইনিংসে করেছেন ৪৮ রান। ৬টি লিস্ট 'এ' ম্যাচে ৬ ইনিংস বল করে উইকেট ১৩টি। ব্যাট হাতে ২ ইনিংসে ৯ রান।

গত বছর চিটাগাং ভাইকিংসের স্কোয়াডে থাকলেও খেলেননি কোনো স্বীকৃত টি-টুয়েন্টি ম্যাচ। তবে আজ বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারে মিশুর। জানা গেছে, এই তরুণ ডানহাতি পেসার সাম্প্রতিক সময়ে এইচপি ও ইমার্জিং দলের হয়ে ভাল পার্রফরমেন্স দেখিয়েই নজর কেড়েছেন।

২০১৮ সালের ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপের হয়ে আবাহনীর বিপক্ষে ৪০ রানে ৮ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন মিশু। সেই থেকেই আলোচনায় ছিলেন তিনি। যদিও মিশু বারবার ইনজুরির সাথে লড়াই করেছেন।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড