• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

'ওভাই' সিরিজের ট্রফি উন্মোচন

  ক্রীড়া ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৫
'ওভাই' সিরিজ
'ওভাই' সিরিজের ট্রফি হাতে তিন দলের অধিনায়ক (ছবি: সংগৃহীত)

বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ। এ টুর্নামেন্টের অন্য দল আফগানিস্তান। এর আগে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তিন দলের অধিনায়কের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ট্রফি উন্মোচন অনুষ্ঠান।

মিরপুর শের এ বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টসহ এ টুর্নামেন্টের টাইটেল স্পনসর 'ওভাই'। এটি একটি রাইড শেয়ারিং প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের নাম অনুসারে টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে 'ওভাই সিরিজ'।

প্রথমবারের মতো ক্রিকেটের সঙ্গে যুক্ত হলে 'ওভাই'। ভবিষ্যতেও তারা ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চান বলে জানান ‘ওভাই’ এর প্রধান নির্বাহী কাজী ওমর ফেরদৌস। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ক্রিকেটের সঙ্গে প্রথমবারের মতো আমরা যুক্ত হয়েছি। বিসিবি আমাদের সুযোগ করে দিয়েছে, তাই তাদের ধন্যবাদ। ভবিষ্যতেও আমরা তাদের সঙ্গে থাকতে চাই।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড