• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জিম্বাবুয়ের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

  ক্রীড়া ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১১
বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল (ছবি: সংগৃহীত)

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে হারের যন্ত্রণা ভুলে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। জয় দিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরু করতে শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে টাইগাররা। এছাড়া এ ম্যাচে অভিষেক হতে পারে একাধিক ক্রিকেটারের।

তামিম বিশ্রামে থাকায় সৌম্য ও লিটন দুইজনেরই একাদশে থাকা নিশ্চিত। দলে আর কোনো ওপেনার না থাকায় এ দুই মারকুটে ব্যাটসম্যানই ইনিংস উদ্বোধন করবেন। দলের নম্বর পজিশনে দেখা যেতে পারে সাব্বিরকে। তবে টি-টুয়েন্টি ফরম্যাটেও অধিনায়ক সাকিব তিন নম্বর পজিশনে খেলতে পারেন। সেক্ষেত্রে সাব্বিরকে লোয়ার অর্ডারে খেলতে হবে। তবে লোয়ার অর্ডারে সাব্বিরকে খেলতে হলে মোসাদ্দেকের সঙ্গে লড়াই করেই একাদশে জায়গা পেতে হবে।

চার নম্বরের দেখা যাবে দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহীমকে দেখা যাবে। পাঁচ নম্বরে নামবেন মাহমুদউল্লাহ। জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র এক ম্যাচ খেলা আফিফের একাদশে থাকা নিশ্চিত। প্রস্তুতি ম্যাচ ভালো খেলার ফল হিসেবেই এ অলরাউন্ডারকে সুযোগ দেয়া হবে। টপ অর্ডারে ব্যাটিং করলে এ ম্যাচে তাকে নামতে হবে লোয়ার অর্ডারে। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দীনও এ ম্যাচ দিয়ে ফিরবেন একাদশে। এছাড়া দলের অন্যতম সেরা বোলার মুস্তাফিজও খেলবেন এ ম্যাচে।

টেস্ট একাদশে জায়গা পাকা হলেও এখনো ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাটে সুযোগ পাননি স্পিনার তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টিতে তার অভিষেক হওয়া নিশ্চিতই। এছাড়া অভিষেক হতে পারে আরেক পেস বোলার ইয়াসিন আরাফাতও রয়েছেন অভিষেকের অপেক্ষায়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সৌম্য সরকার, লিটন দাস, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দীন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং ইয়াসিন আরাফাত।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড