• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘টি-টুয়েন্টিতে বাংলাদেশকে হারানো কঠিন নয়’

  ক্রীড়া প্রতিবেদক

১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৪
ত্রিদেশীয় সিরিজের ট্রফি হাতে জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা
ত্রিদেশীয় সিরিজের ট্রফি হাতে জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা (ছবি : দৈনিক অধিকার)

টি-টুয়েন্টিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের সবশেষ সাক্ষাৎ হয়েছে প্রায় সাড়ে তিন বছর আগে—২০১৬ সালের জানুয়ারিতে। ঘরের মাঠে অনুষ্ঠিত সিরিজে সেবার দুই দল ২-২ এ ড্র করেছিল। তবে সিরিজের শেষ দুটি ম্যাচে হারে টাইগাররা।

দীর্ঘ সাড়ে তিন বছর পর আবারও ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। আসন্ন এই ম্যাচে বাংলাদেশকে হারানো কঠিন হবে বলে মনে করেন না দলটির অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে মাসাকাদজা বলেন, ‘হ্যাঁ (টি-টুয়েন্টিতে বাংলাদেশকে হারানো প্রসঙ্গে), সংস্করণ যত ছোট হয় দলগুলোর ব্যবধান ততই কমে আসে। টি-টুয়েন্টি খেলাটাই এমন যে কেউ একাই ম্যাচ টেনে নিতে পারে, ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই রকম খেলোয়াড় আপনার দু-তিনজন দরকার যে কিনা একাই খেলাটা আপনার দিকে এনে দিতে পারে।’

ত্রিদেশীয় সিরিজের ট্রফি হাতে জিম্বাবুয়ের অধিনায়ক (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে জিম্বাবুয়ে কাপ্তান বলেন, ‘আমরা পিছিয়ে থেকে শুরু করছি না। আমরা এখানে বেশ কয়েকটি টি-টুয়েন্টি খেলেছি। কন্ডিশন সম্পর্কেও জানি।'

মূল লড়াইয়ে নামার আগে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে জিম্বাবুয়ে। সে ম্যাচে মাসাকাদজা বাহিনী ১৬ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় তুলে নেয় মুশফিক-সাব্বিরদের বিপক্ষে। বলা চলে প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে টাইগারদের এক প্রকার হুমকি দিয়ে রেখেছে জিম্বাবুয়ে।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড