• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ এগিয়ে : কোচ ডোমিঙ্গো

  সোহরাব মাহাদী

১২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৪
রাসেল ডোমিঙ্গো
সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ ডোমিঙ্গো (ছবি : দৈনিক অধিকার)

টেস্টের ব্যর্থতা মুছে যাবে না হয়তো। তবে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের মাধ্যমে নিজেদের ফিরে পেতে চায় বাংলাদেশ। জিম্বাবুয়ে ও আফগানদের বিপক্ষে এ সিরিজে বাংলাদেশই এগিয়ে থাকবে মনে করেন কোচ রাসেল ডোমিঙ্গো।

বিশ্বকাপে বাংলাদেশ অভিজ্ঞতার দিক থেকে দ্বিতীয় সেরা দল ছিল। সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ সবসয়ই ভালো দল মনে করেন কোচ ডোমিঙ্গো। তারওপর আবার ঘরের মাঠে খেলা। প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে তাই এগিয়ে থাকবে সাকিবরাই, বলেন প্রোটিয়া কোচ।

‘সবাই আগের চেয়ে ভালো খেলতে চেষ্টা করে। কোচ হিসেবে আমারও অনেক শিক্ষণীয় ব্যাপার রয়েছে। নিজেদের দিনে বাংলাদেশ যে কাউকে হারাতে পারে। অভিজ্ঞতা ও দল হিসেবে বাংলাদেশ সেরা।’

টেস্টে কোনো পেসার নেয়নি বাংলাদেশ। আফগানদের বিপক্ষে টাইগারদের পরিকল্পনা নিয়ে সমালোচনার অন্ত নেই। তবে টি-টুয়েন্টিতে পেস আক্রমণ যথেষ্ট গুরুত্ব পাবে মনে করেন কোচ। ‘টি-টুয়েন্টি ভিন্ন ফরম্যাটের খেলা। এখানে পেসার নিয়ে মাঠে নামতেই হবে। আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ার মাঠে হবে। সে বিবেচনায় পেসারদের তৈরি করার জন্য খেলবে বাংলাদেশ’-বলেন টাইগার কোচ।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড