• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নেইমারকে নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

  ক্রীড়া ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১৫
নেইমার ও মেসি (ছবি : সংগৃহীত)
নেইমার ও মেসি (ছবি : সংগৃহীত)

দুই মৌসুম আগে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছিলেন ব্রাজিলিয়ার তারকা নেইমার। এই মৌসুমের শুরু থেকেই গুঞ্জন ছিল, নেইমার আবার ফিরছেন বার্সায়। অনেক নাটকের পর শেষ পর্যন্ত পিএসজিতেই থেকে গেছেন তিনি। এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে ফেরাতে বার্সার খেলোয়াড়রাও নাকি ক্লাব কর্তাদের সুপারিশ করেছিলেন। বিশেষ করে গুঞ্জন ছিল নেইমারকে ফেরাতে মেসিই নাকি বেশি চেয়েছিলেন। এই নিয়ে আলোচনা-সমালোচনা যাই হয়েছে মুখ খুলেননি মেসি- অবশেষে নেইমারের বিষয় নিয়ে মুখ খুললেন এই আর্জেন্টাইন তারকা। আর মুখ খুলেই মেসি জানালেন, নেইমারকে কেনার জন্য ক্লাব সম্ভাব্য সব চেষ্টা করেছে কি না তিনি জানেন না। স্বীকার করেছেন এটিও- নেইমারকে ফেরাতে ক্লাব কর্তাদের বলেছিলেন!

স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক ‘স্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে মেসি স্বীকার করেছেন, নেইমার বার্সায় ফিরুক; তাকে ফেরানোর জন্য ক্লাব কর্তাদের পরামর্শ দিলেও কখনো চাপ দেননি- ‘নেইমার আসলে আমি খুব খুশি হতাম। কিন্তু সত্যি বলছি, আমি জানি না বার্সেলোনা তাকে ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সবকিছু করেছে কি না। তবে আমি নিশ্চিত পিএসজির সঙ্গে আলোচনাটা সহজ ছিল না।’

এই গ্রীষ্মে পিএসজি ছাড়ার সব চেষ্টাই করেছিলেন নেইমার। এমনকি নিজের অর্থ খরচ করে হলেও সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন। কিন্তু কিছুতেই কিছু হলো না। নেইমারকে ফেরানো গেলে বার্সেলোনা লাভবান হতো বলে উল্লেখ করে মেসি বলেন, ‘মাঠের পারফরম্যান্স এবং দক্ষতার দিক থেকে নেইমার বিশ্বের অন্যতম সেরা। তাকে আনতে পারলে ক্লাবের ইমেজ ও স্পন্সরের ক্ষেত্র বৃদ্ধি পেত। কিন্তু আমি কখনোই তার সঙ্গে চুক্তি করার জন্য জোর করিনি। আমরা শুধু আমাদের অভিমত জানিয়েছি।’

তবে মেসি বলছেন নেইমারকে দলে ফেরানোর বিষয়ে ক্লাব কর্তাদের শুধু মতামত দিয়েছেন, কখনো জোরাজুরি করেন নি। তবে এ বিষয়ে মোটেও হতাশ নন মেসি- ‘আমি হতাশ নই। আমাদের কাছে চমৎকার একটি স্কোয়াড রয়েছে। যারা সবার জন্যই চ্যালেঞ্জ জানাতে সক্ষম। এমনকি নেইমার ছাড়াও।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড