• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বার্সেলোনা তারকার পৌনে তিন বছরের কারাদণ্ড

  ক্রীড়া ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৯
আরদা তুরান
আরদা তুরান (ছবি : সংগৃহীত)

গত বছর তুরস্কের এক নাইটক্লাবে গায়ক বার্কে সাহিনের সাথে মারামারি করে তার নাক ফাটিয়ে দিয়েছিলেন সাবেক তুরস্ক ফরোয়ার্ড আরদা তুরান। এতেই চুপ থাকেননি তিনি; হাসপাতালে গিয়ে চালিয়েছিলেন গুলি। সে জন্য তাকে দুই বছর আট মাসের কারাদন্ড দিয়েছে তুরস্কের আদালত।

তুরস্কের আদালত জানিয়েছে, হাসপাতালে গুলি ছুঁড়ে জনমনে ভীতি সৃষ্টি করা, অবৈধ অস্ত্র নিজের কাছে রাখা এবং ইচ্ছাকৃতভবে সাহিনকে আহত করা- এই তিন অপরাধের কারণে সাজা দেওয়া হয়েছে তাকে।

তবে এখনই জেলে যেতে হচ্ছে না তুরানকে। যদি আগামী পাঁচ বছরের মধ্যে নতুন করে কোনো ধরনের অপরাধ করলে কেবল তখনই কারাগারে পাঠানো হবে তাকে।

৩৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২০১৫ সালে অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন তুরান। ৫৫ ম্যাচে ১৫ গোল কাতালানদের খুশি করতে না পারায় পরের বছরই তাকে স্বদেশি বাসাকসেহিরে ধারে পাঠিয়ে দেয় বার্সা। তুরস্কের হয়ে শেষ ২০১৭ সালে খেলেছিলেন তুরান, দেশের হয়ে ১০০ ম্যাচে করেছেন ১৭ গোল। চলতি মৌসুমের শেষেই বার্সেলোনার সঙ্গে তার চুক্তি শেষ হতে যাচ্ছে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড