• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যে রেকর্ড রোনালদো ছাড়া আর কারও নেই

  ক্রীড়া ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:২২
ক্রিস্তিয়ানো রোনালদো
পর্তুগিজ ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো (ছবি: সংগৃহীত)

বর্তমান সময়ের অন্যতম দুই সেরা খেলোয়াড় লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। এদের মধ্যে কে সেরা তা নিয়ে তর্ক হবে যুগের পর যুগ তবুও কোনো ফলাফল আসবে না। প্রতিদিনই এ দুইজন একের পর এক রেকর্ড গড়ে নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

প্রায় প্রতি ম্যাচেই রোনালদো গড়েন রেকর্ড। বাদ যায়নি সর্বশেষ ম্যাচও। এ ম্যাচে এ জুভেন্তাস তারকা গড়েছেন একাধিক রেকর্ড। ইউরো বাছাইপর্বের ম্যাচে মঙ্গলবার মাঠে নামে রোনালদোর পর্তুগাল ও লিথুনিয়া। ম্যাচটি ৫-১ গোলের ব্যবধানে জিতে নেয় পর্তুগাল। রোনালদো একাই করেন ৪ গোল।

গত ম্যাচের ৪ গোলের সুবাদে ইউরোর বাছাইপর্বে ২৫ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো। এতদিন আয়ারল্যান্ডের স্ট্রাইকার রবি কিন ২৩ গোল নিয়ে ছিলেন শীর্ষে। কালকের হ্যাট্রিকটি ছিল এ ফুটবলারের ক্যারিয়ারে ৫৮তম হ্যাট্রিক।

পর্তুগালের জার্সিতে রোনালদোর গোল সংখ্যা এখন ৯৩। ১৬০ ম্যাচে ৯৩ গোল করা রোনালদো এখন জাতীয় দলের জার্সি গায়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ১০৯ গোল নিয়ে শীর্ষে রয়েছেন ইরানের আলী দাইয়ে।

তবে লিথুনিয়ার বিপক্ষে গোল দিয়ে রোনালদো এমন এক রেকর্ড গড়েছেন যা আর কারও নেই। জাতীয় দলের জার্সিতে ৪০ গোল দেয়াই যেখানে কষ্টসাধ্য সেখানে রোনালদো গোল দিয়েছেন ৪০টি ভিন্ন ভিন্ন দেশের হয়ে।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড