• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শুরু হচ্ছে মিনি স্টেডিয়াম তৈরির কাজ

  ক্রীড়া ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৩
মিনি স্টেডিয়াম
মিনি স্টেডিয়ামের নকশা (ছবি: সংগৃহীত)

দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে তৈরি হচ্ছে মিনি স্টেডিয়াম। সংসদ সদস্যদের দেয়া তালিকা অনুযায়ী ইতোমধ্যেই দ্বিতীয় ধাপে মাঠ পর্যায়ের কাজ শুরু হয়েছে। সংসদে দেয়া বক্তব্যে এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল।

বুধবার (১১ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তরকালে ক্রীড়া প্রতিমন্ত্রী দ্বিতীয় ধাপে প্রকল্পের কাজ শুরু হওয়ার তথ্য নিশ্চিত করেন। সরকারি দলের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রথম পর্যায়ের ২৬টি মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ শেষ হয়েছে, দ্বিতীয় পর্যায়ের জন্য কাজ চলছে।’

এছাড়া তিনি আরও বলেন ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের প্রথম পর্যায়ে ২৬টি মিনি স্টেডিয়াম নির্মাণ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের প্রকল্প হাতে নিয়েছি। আমি সংসদ সদস্যদের চিঠি দিয়েছিলাম যেন প্রস্তাবনা আসে। যারা প্রস্তাবনা দিয়েছেন তাদের তালিকাগুলো নিয়ে মাঠ পর্যায়ে কাজ করা হচ্ছে। মাঠ পর্যায়ের কাজ শেষ হলে চূড়ান্ত হবে।’

মাদকমুক্ত সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনেই এসব স্টেডিয়াম তৈরি হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। মাহী বদরুদ্দোজা চৌধুরীর অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জেলা উপজেলা পর্যায়ে যেসব খেলার উপযোগী মাঠ আছে সেগুলোকে প্রকল্পের আওতায় এনে স্টেডিয়াম করা হবে। মাদকমুক্ত সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে খেলার মাঠের বিকল্প নেই।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড