• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগানিস্তানকে হারালেই ফাইনালে বাংলাদেশ 

  ক্রীড়া ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৯
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয় (ছবি: সংগৃহীত)
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয় (ছবি: সংগৃহীত)

প্রথমবারের মতো টেস্টের নবাগত দল আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রামে অনুষ্ঠিত সে ম্যাচে বাংলাদেশকে লজ্জার হার উপহার দেয় আফগানরা। গতকাল মঙ্গলবার তাজিকিস্তানের দুশানবেতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আফগানদের কাছে হেরেছে বাংলাদেশের ফুটবলার।

শ্রীলঙ্কায় চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে যুবা টাইগারদের সামনে আবারও আফগানিস্তান পরীক্ষা। সেমিফাইনালে তাদের হারালেই ফাইনালের টিকিট পাবে যুবারা। আর হারলে হাতে বাড়ি ফেরার টিকিট।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের অন্য সেমিফাইনাল ম্যাচে ভারত খেলবে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথম পর্বের সবকটি ম্যাচ জিতে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিতে এসেছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান-কুয়েতকে হারিয়ে সেমিতে এসেছে আফগানরা। দুটিই দাপুটে জয় ছিল আফগানদের। তবে গ্রুপসেরা নির্ধারণের ম্যাচে ভারতের কাছে ৩ উইকেটে হারে তারা।

বাংলাদেশ যুবারা সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও শ্রীলংকাকে হারিয়ে সেমিতে এসেছে। টুর্নামেন্টে ভারত এবং বাংলাদেশই এখন অপরাজিত দল। এখন শিরোপার পথে প্রথম কাঁটা আফগানিস্তান। সাকিব আল হাসানরা টেস্ট হেরেছেন, জামাল ভূঁইয়ারা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ হেরেছেন। আকবর আলিদের এবার প্রমাণের পালা।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড