• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোনো কিছুতেই আর হস্তক্ষেপ করবেন না পাপন

  ক্রীড়া ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫০
নাজমুল হাসান পাপন
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন (ছবি: সংগৃহীত)

বর্তমানে ব্যর্থতার জালে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দলের বাজে সময়ে সমালোচিত হচ্ছেন সাকিব-তামিমরা। এছাড়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে বারবার।

বিসিবির সভাপতি হয়েও দলের সবকিছুতে হস্তক্ষেপ করার অভিযোগ রয়েছে পাপনের ওপর। একাদশ নির্বাচন থেকে শুরু করে পিচ কেমন হবে সেসব ব্যাপারে কথা বলেন তিনি। তবে বুধবার (১১ সেপ্টেম্বর) পাপন সাংবাদিকদের জানান, তিনি আর দলের কোনো কিছুতে হস্তক্ষেপ করবেন না।

পাপন বলেন, ‘আসলে আগে আমি প্রত্যেকটা জিনিসের সঙ্গেই যুক্ত ছিলাম, বিশেষ করে নতুন কোচ হাথুরুসিংহ আসার পর যেভাবে সব কিছুর সঙ্গে যুক্ত ছিলাম, আপনারা দেখেছেন প্রত্যেকটি খেলার আগে টিমের সঙ্গে বসতাম, মিটিং করতাম, কোচদের সঙ্গে বসতাম।’

পাপন আরও বলেন, ‘পিচ কি ধরনের হবে, সেরা একাদশ কেমন হবে এগুলো নিয়ে অধিনায়কদের সঙ্গে বসতাম, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বসতাম। কিন্তু এখন থেকে আমি একটু এসব কিছু থেকে সরে আসছি, ওরা সিদ্ধান্ত নিচ্ছে নিবে এবং আমার ধারণা ওরা সঠিক সিদ্ধান্ত নেবে।’

ওডি/এমএমএ/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড