• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বদলে যাচ্ছে বিপিএলের নাম

  ক্রীড়া প্রতিবেদক

১১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৯
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নাম পরিবর্তন হয়ে হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বিপিএলের নামকরণ করা হয়েছে। এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার (১১ সেপ্টেম্বর) মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিপিএলের আয়োজন নিয়ে কথা বলেন পাপন, 'এবারের বিপিএল চলবে বিসিবির নিজস্ব তত্ত্বাবধানে। সব দায়-দায়িত্ব বিসিবির এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে এই আসরের নাম হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ।'

এছাড়া পাপন আরও বলেন, 'সাত দল নিয়েই এবার আসর হবে। এবং সকল দলের দায়-দায়িত্ব বিসিবির। আসন্ন আসরে দল গঠন থেকে শুরু করে সবকিছুই বিসিবির অনূকূলে থাকবে। তবে যদি কোনো দল স্পন্সরশিপ নিতে চায় তবে বিসিবি দেবে।'

উলেক্ষ্য, বিসিবির এমন সিধান্ত কেবল এই আসরের জন্যই।

আগামী ৬ ডিসেম্বর থেকে বিপিএলের সপ্তম আসর শুরু হবে। হাতে বাকি দুমাস; এই সময়ের মধ্যে বিসিবির নিয়মকানুন সেরে বিপিএল আয়োজন আসলে কতটা সম্ভব হবে তাই এখন দেখার।

ওডি/এএপি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড