• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে শেখ রাসেল জাতীয় জুনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

  ফেনী প্রতিনিধি

১১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৬
ছবি : দৈনিক অধিকার
ছবি : দৈনিক অধিকার

ফেনীতে শেখ রাসেল জাতীয় জুনিয়র, সাব-জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০১৯ প্রতিযোগিতা শুরু হয়েছে। ফেনীর খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন তথ্য সচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আবদুল মালেক। ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, জেলা আ. লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলার চেয়ারম্যান আবদুর রহমান বিকম।

ফেনী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও শেখ রাসেল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ পরিচালনা কমিটির সদস্য সচিব শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পি কে এম এনামুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাম্মৎ সুমনী আক্তার, ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, সহ-সভাপতি মো. আলমগীর, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম প্রমুখ।

খেলায় দেশের ৮টি বিভাগীয়, ৬৪টি জেলা ও দুটি শিক্ষা বোর্ডের দলসহ মোট ৭৪টি দল অংশ নেন। প্রত্যেক দলে বালক-বালিকা অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৮ (একক ও দ্বৈত) এবং প্রবীণ দ্বৈত (৪৫ ও তদূর্ধ্ব) সর্বমোট ৩২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন। উদ্বোধনী ম্যাচে অনূর্ধ্ব-১৮ বালক ঠাকুরগাঁওকে হারিয়ে অনূর্ধ্ব-১৮ বালক ফেনী বিজয়ী হয়। এছাড়া অপর দুই ম্যাচে কুমিল্লা ও মুন্সিগঞ্জ জেলা জয়লাভ করেন।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড