• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্ত্রীর মামলায় সাময়িক স্বস্তি পেল ভারতীয় ক্রিকেটার

  ক্রীড়া ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৭
ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামি ও তার স্ত্রী হাসিন জাহান (ছবি: সংগৃহীত)

স্ত্রী হাসিন জাহানের করা মামলায় ভারতীয় তারকা ক্রিকেটার মোহাম্মদ সামির গ্রেফতারি পরোয়ানায় দুই মাসের স্থগিতাদেশ দিয়েছে দেশটির আদালত। ফলে আপাতত গ্রেফতার হতে হচ্ছে না এ ক্রিকেটারকে।

আলিপুর আদালত এ এ স্থগিতাদেশ দেয়। সামির আইনজীবী সালিম রহমান স্থগিতাদেশের বিষয়টি জানিয়েছেন সংবাদমাধ্যমকে। তিনি আরও জানিয়েছেন, ‘এই মামলার পরবর্তী শুনানি হবে ২ নভেম্বর।’ ফলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে খেলতে আর কোনো বাঁধা নেই সামির।

এর আগে, স্ত্রীর দায়ের করা মামলায় ভারতীয় তারকা ক্রিকেটার মোহাম্মদ সামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আলিপুর আদালত।

ভারতের আলিপুরের অতিরিক্ত মুখ্য দায়রা আদালত এ তারকা পেসারের বিরুদ্ধে স্ত্রী হাসিন জাহানকে নির্যাতন, ধারালো অস্ত্র ও বিষপানে খুনের চেষ্টাসহ একাধিক অভিযোগে দায়ের করা মামলায় এ আদেশ দেন। আদালতে হাজিরা না দেয়ার কারণেই সামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড