• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হ্যাট্রিক জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৬
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয় (ছবি: সংগৃহীত)

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে স্বাগতিকদের ৪২ রানে হারায় বাংলাদেশের যুবারা।

ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমে ৫৬ রানেই তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমনের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর মাহমুদুল হাসান ও তৌহিদ হৃদয়। হৃদয় ৫০ রানে আউট হলে দলীয় ১৭৭ রানে এ জুটি ভাঙে।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপাশ আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন মাহমুদুল হাসান। ১২৬ রান করে আউট হন তিনি। ১৪০ বলে ১২ চার ও ২ ছয়ে এ ইনিংস সাজান তিনি। ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৭৩ রান।

জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের সামনে তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সফরকারীরা। শরিফুল ইসলাম, রাকিবুল ইসলাম ও আশরাফুল হাসানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৭.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করতে পারে লঙ্কানরা। ফলে ৪২ রানের বড় জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে রাকিবুল ৩টি, শরিফুল ও আশরাফুল ২টি করে উইকেট শিকার করেন।

এ জয়ে গ্রুপ পর্বের সবকয়টি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল নিশ্চিত করল আকবর আলীর দল।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড