• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফুটবল বিশ্বকাপ : বাংলাদেশসহ আজ মাঠে নামবে যে ৩২ দল

  ক্রীড়া ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৯
বিশ্বকাপের জন্য প্রস্তুত কাতার স্টেডিয়াম
বিশ্বকাপের জন্য প্রস্তুত কাতার স্টেডিয়াম (ছবি : সংগৃহীত)

কাতারে অনুষ্ঠিতব্য ২০২২ বিশ্বকাপের বাকি এখনও প্রায় দুই বছরের বেশি। তবে এরই মধ্যে এশিয়া অঞ্চলে জমে উঠেছে টুর্নামেন্টির ডামাডোল। বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহনের দৌঁড়ে টিকে থাকতে ও এশিয়া কাপের বাছাইয়ে নেমেছে এশিয়া অঞ্চলের ফুটবল দলগুলো।

আজ ১০ সেপ্টেম্বর মঙ্গলবার বিশ্বকাপের মূল বাছাই পর্ব ও এশিয়া কাপ বাছাইয়ের লড়াইয়ে মাঠে নামবে এশিয়ার অঞ্চলের ৩২টি দল। চলুন এক নজরে জেনে নেই কোন গ্রুপের কোন কোন দল কার বিপক্ষে কোথায় লড়বে।

গ্রুপ ‘এ’

গুয়াম বনাম ফিলিপাইন সময় : বিকাল সাড়ে ৩টা ভেন্যু : গুয়াম এএফ ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টার, ডেডেডো

মালদ্বীপ বনাম চীনা পিআর সময় : রাত ৮টা ভেন্যু : রসমী ধান্দু স্টেডিয়াম, মালি

গ্রুপ ‘বি’

কুয়েত বনাম অস্ট্রেলিয়া সময় : সন্ধ্যা সাড়ে ৬টা ভেন্যু : আল কুয়েত স্পোর্টস ক্লাব স্টেডিয়াম, কুয়েত সিটি

চাইনিজ তাইপে বনাম নেপাল সময় : সন্ধ্যা ৭টা ১০ ভেন্যু : তাইপেই মিউনিসিপ্যাল স্টেডিয়াম, তাইপেই

গ্রুপ ‘সি’

কম্বোডিয়া বনাম বাহরাইন সময় : সন্ধ্যা ৭টা ভেন্যু : অলিম্পিক স্টেডিয়াম, ফনম পেন

হংকং বনাম আইআর ইরান সময় : রাত ৮টা ভেন্যু : হংকং স্টেডিয়াম, হংকং

গ্রুপ ‘ডি’

ইয়েমেন বনাম সৌদি আরব সময় : সন্ধ্যা ৭টা ভেন্যু : বাহরাইন আন্তর্জাতিক স্টেডিয়াম, রিফা

সিঙ্গাপুর বনাম ফিলিস্তিন সময় : রাত ৭টা ৪৫ ভেন্যু : জালান বাসার স্টেডিয়াম, সিঙ্গাপুর

গ্রুপ ‘ই’

আফগানিস্তান বনাম বাংলাদেশ সময় : সন্ধ্যা ৭টা ভেন্যু : পামির স্টেডিয়াম, তাজিকিস্তান

কাতার বনাম ইন্ডিয়া সময় : সন্ধ্যা সাড়ে ৭টা ভেন্যু : জসিম বিন হামাদ স্টেডিয়াম, দোহা

গ্রুপ ‘এফ’

মঙ্গোলিয়া বনাম তাজিকিস্তান সময় : সন্ধ্যা ৭টা ভেন্যু : ফুটবল সেন্টার এমফএফ, মঙ্গোলিয়া

মিয়ানমার বনাম জাপান সময় : সন্ধ্যা ৬টা ৫০ ভেন্যু : থুউন্না স্টেডিয়াম, মিয়ানমার

গ্রুপ ‘জি’

ইন্দোনেশিয়া বনাম থাইল্যান্ড সময় : সন্ধ্যা সাড়ে ৭টা ভেন্যু : জেলোরা বুং কর্নো স্টেডিয়াম, ইন্দোনেশিয়া

মালয়েশিয়া বনাম সংযুক্ত আরব আমিরাত সময় : রাত ৮টা ৪৫ ভেন্যু : বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়াম, মালয়েশিয়া

গ্রুপ ‘এইচ’

তুরকিস্তান বনাম কোরিয়া রিপাবলিক সময় : সন্ধ্যা ৭টা ভেন্যু : কোপেটড্যাগ স্টেডিয়াম, তুরকিস্তান

শ্রীলঙ্কা বনাম উত্তর কোরিয়া সময় : সন্ধ্যা সাড়ে ৭টা ভেন্যু : কলম্বো রেসকোর্স স্টেডিয়াম, শ্রীলঙ্কা

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড