• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ম্যাচ হেরেও উন্নতি সাকিবের

  ক্রীড়া ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১০
সাকিব আল হাসান
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান (ছবি: সংগৃহীত)

চট্টগ্রাম টেস্টে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে ম্যাচ হারলে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের অধিনায়ক সাকিব আল হাসানের। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে পেছনে ফেলে নিজের হারানো দুই নম্বর স্থান পুনরুদ্ধার করলেন তিনি।

চলমান অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডে ঐতিহাসিক জয় উপহার দেন বেন স্টোকস। এমন অতিমানবীয় পারফর্ম্যান্সের কারণে সাকিবকে হটিয়ে আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুই ওঠেছিলেন বেন স্টোকস।

তবে চতুর্থ টেস্টে অজিদের কাছে বড় ব্যবধানে হারে ইংলিশরা। এ টেস্টের দুই ইনিংসে তিনি করেন ২৬ ও ১ রান। অন্যদিকে বল হাতে কোনো উইকেটের দেখা পাননি তিনি। এমন বাজে পারফর্ম্যান্সের কারণে এক টেস্ট পরেই ৪ নেমে গেলেন স্টোকস।

অন্যদিকে সাকিবের নেতৃত্বে আফগানদের বিপক্ষে হারলেও আইসিসির টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন সাকিব। দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট শিকারের পাশাপাশি সাকিব সংগ্রহ করেন মাত্র ৫৫ রান।

৪৭২ রেটিং পয়েন্ট নিয়ে সর্বশেষ র‍্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ধরে রেখেছেন উইন্ডিজ ক্রিকেটার জেসন হোল্ডার। দুইয়ে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩৯৭। ৩৮৯ রেটিং পয়েন্ট নিয়ে রবীন্দ্র জাদেজা আছেন তিনে। অন্যদিকে চারে থাকা স্টোকসের রেটিং পয়েন্ট ৩৮৭।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড