• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভালো খেললে বেশি টাকা দেয়া হোক : সাকিব

  ক্রীড়া ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৫
সাকিব আল হাসান
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান (ছবি: সংগৃহীত)

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের নবীনতম এ দেশটির কাছে এমন হারে সমালোচনার মুখে বাংলাদেশ ক্রিকেট দল।

দলের অধিনায়ক সাকিব আল হাসান পুরো টেস্টেই ব্যর্থ হয়েছেন। শেষ দিনে বৃষ্টির কল্যাণে বাংলাদেশের সামনে সুযোগ এসেছিল হার এড়ানোর। তবে শেষ সেশনে প্রথম বলেই আউট হয়ে দলকে বিপদে ফেলে দেন তিনি। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, ‘আমি সব সময় বলেছি চেষ্টা থাকে কীভাবে ভালো করতে পারি। সব সময় অবদান রাখতে পারব না, এটি খুবই স্বাভাবিক। একটা ম্যাচ খারাপ যেতেই পারে।’

এছাড়া তিনি আরও বলেন, ‘যারা সব সময় ভালো খেলবে তাদের ম্যাচ ফি বেশি দেয়া উচিত। কারণ যদি সব সময় কিছু খেলোয়াড়ই খেলে, তাহলে তাদের ম্যাচ ফি বেশি হওয়া উচিত। আমার তাই মনে হয়।’

বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা সাকিব এ টেস্টে চরমভাবে ব্যর্থ হয়েছেন। এ ব্যাপারে সাকিব বলেন, ‘বিষয়টা এমন না যে বিশ্বকাপে ভালো খেলার পর আমি মনে করেছি আকাশে ছিলাম। আবার এই ম্যাচ খারাপ খেলার পর মনে করেছি যে আমি মাটির তলে চলে গেছি, তাও না। আমি যেখানে ছিলাম সেখানেই আছি। এখন এটা কে কীভাবে নেবে বা কে কীভাবে চিন্তা করবে, এটা তাদের ব্যাপার।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড