• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

১০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৫
ছবি : দৈনিক অধিকার
ছবি : দৈনিক অধিকার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার গাছবাড়িয়া স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী।

বিপুল দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনাপূর্ণ উদ্বোধনী খেলায় দোহাজারী পৌরসভা একাদশ ৩-০ গোলে চন্দনাইশ পৌরসভা একদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। চন্দনাইশ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমার সভাপতিত্বে উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি ছিলেন- চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্তী, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ শামীম মৃধা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এএসএম মনির উদ্দীন, উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, সাবেক জাতীয় ফুটবলার আসকর খান বাবু, স্কাউট সম্পাদক আবুল বশর, খাঁনহাট ব্যবসায়ী সমিতির সভাপতি চৌধুরী আমির মো. সাইফুদ্দীন, চন্দনাইশ পৌরসভার প্যানেল মেয়র নুরুল ইসলাম চৌধুরী বাচা, কাউন্সিলর শাহ আলম, দোহাজারী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল হামিদ মিঞা, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, প্রমুখ।

ধারভাষ্যকার হিসেবে ছিলেন- শিক্ষক আবদুল মান্নান আজাদ ও আমিনুল ইসলাম। খেলার দশ মিনিটের মাথায় দোহাজারী দলের আবুল হাসান একটি গোল করে দলকে এগিয়ে দেন। ১৫তম মিনিটে রঞ্জন গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধের ২৫তম মিনিটে সাইমন তৃতীয় গোলটি করে দোহাজারী পৌরসভা একাদশের বিজয় নিশ্চিত করে। অপরদিকে চন্দনাইশ পৌরসভা একাদশ প্রাণপণ চেষ্টা করেও দোহাজারী পৌরসভা একাদশের জালে বল প্রবেশ করতে পারেনি। আগামী বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে বরমা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ বনাম ধোপাছড়ি ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ, ৩টা ১৫ মিনিটে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ বনাম বরকল ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ বনাম জোয়ারা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ, ৩টা ১৫ মিনিটে বৈলতলী ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ বনাম হাশিমপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একদশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এছাড়া আগামী ১৩ সেপ্টেম্বর ১টা ৪৫ মিনিটে ২য় রাউন্ডে ‘এ’ গ্রুপের বিজয়ী দলের সাথে ‘ই’ গ্রুপের বিজয়ী দল, ৩টা ১৫ মিনিটে ‘সি’ গ্রপের বিজয়ী দলের সাথে ‘ডি’ গ্রুপের বিজয়ী দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘বি’ গ্রুপ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। ১৪ সেপ্টেম্বর ‘বি’ গ্রুপের সাথে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত খেলায় দুই বিজয়ী দলের মধ্যে লটারির মাধ্যমে একটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

১৫ সেপ্টেম্বর বিকাল ২টা ৩০ মিনিটে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড