• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউরো বাছাইপর্ব-২০২০

জিতেই চলেছে ইতালি

  ক্রীড়া ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:২০
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ‘জে’ গ্রুপের ম্যাচে ফিনল্যান্ডকে হারিয়ে জয়ের ধারা ধরে রেখেছে ইতালি। ছয় ম্যাচে টানা ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রবার্তো মানচিনির দল। বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছিল সাবেক ইউরোপ চ্যাম্পিয়নরা।

রবিবার (৮ সেপ্টেম্বর) ফিনল্যান্ডের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরে চারবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। আগামী মাসের ১৩ অক্টোবর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সপ্তম রাউন্ডে গ্রিসের মুখোমুখি হবে ১৯৬৮ সালে প্রথম ও শেষবারের মতো ইউরোপ সেরার ট্রফি জেতা ইতালি।

দুদলের ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যতে। প্রথমাধে ইতালি বেশ কটি গোলের সুযোগ পেলেও সাফল্য আসেনি। তবে দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে ইমোবিলের হেডে এগিয়ে যায় অতিথিরা।

১-০ গোলের লিড নিলেও ম্যাচের ৭২তম মিনিটে স্পট কিকে টিমু পুক্কি সমতায় ফেরান ফিনল্যান্ডকে। প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখা ইতালি স্কোরলাইন ২-১ করে ৭৯তম মিনিটে জর্জিনিয়োর স্পট কিকে।

‘জে’ গ্রুপের ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া ফিনল্যান্ড ১২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। আর্মেনিয়া ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড