• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

জেসির কান্নায় ভারী স্টেডিয়াম

  ক্রীড়া ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৩
জেসমিন আরাফাত জেসি
জেসমিন আরাফাত জেসি ও হকি ফেডারেশনের লগো (ছবি: সংগৃহীত)

আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে সিঙ্গাপুর যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দলে। বাংলাদেশের মেয়েদের এটিই হকিতে প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট।

মাওলানা ভাসানী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়ে সিঙ্গাপুরগামী হকি দলে সুযোগ পাওয়ায় ২৫ জনের নাম। নিজেদের নাম শুনে অনুষ্ঠানস্থলেই আনন্দে মেতে উঠে মেয়েরা। ইতিহাসের অংশ হতে পেরে সে আনন্দে মেতেছিলেন জেসমিন আরাফাত জেসিও।

হঠাৎ বেরসিক মাইকের আওয়াজে মেয়েদের আনন্দ উৎসবে ভাটা পড়ে। মাইকে ঘোষণা আসে- ‘দলে একটা সংশোধন আছে। এখনই জানিয়ে দেয়া হচ্ছে।’

বেরসিক মাইকের এমন আকস্মিক ঘোষণায় থেমে যায় মেয়েরা। ২৫টি মুখে বাদ পড়ার আতঙ্ক ভেসে উঠে। এরপরই আসে সেই ঘোষণা- ‘তালিকায় থাকা জেসমিন আরাফাত জেসির নামটি বাদ যাবে। সেখানে হবে মোকসেদা আক্তার মুন্নীর নাম।’ একটা আগেও যে মেয়েটা স্বপ্নপূরণের আনন্দে মেতেছিল। মঞ্চের পেছনে ঝুলতেছিল যে মেয়েটার হাস্যোজ্বল ছবি, হঠাৎ করেই বদলে গেল তার পৃথিবী। স্বপ্নপুরণের হাসি রূপ নিল স্বপ্নভঙ্গের কান্নায়। জেসির কান্নায় ভারী হয়ে গেল স্টেডিয়ামের অনুষ্ঠানস্থল।

সতীর্থরা নিজেদের আনন্দ ভুলে জেসিকে সান্তনা দেয়া ব্যস্ত হয়ে পড়ল। জাতীয় দলের কোচিং স্টাফের সদস্যরা, এমন কি হকি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ শিকদারও জেসির মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়ার চেষ্টা করলেন। কিন্তু এ কান্না যে থামার নয়।

জেসি ছাড়াও বাদ পড়েছে আরও ছয় জন। তবে কান্না শুধু জেসির চোখেই। ডাক পেয়েও বাদ পরায় জেসির কষ্টটা বাকিদের চেয়ে অনেক বেশিই। ফেডারেশনের এমন ভুলের দামি জেসিকে দিতে হলো চোখের জলে।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড