• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্টোকসের হেলমেট ভাঙলেন হ্যাজেলউড

  ক্রীড়া ডেস্ক

২৫ আগস্ট ২০১৯, ১৯:৫৩
বেন স্টোকস
স্টোকসের হেলমেট ভেঙে যায় হ্যাজেলউডের বাউন্সারে (ছবি : সংগৃহীত)

লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে জোফরা আর্চারের ভয়ঙ্কর এক বাউন্সারে সংজ্ঞাহীন হয়ে পড়েন স্টিভেন স্মিথ। ইংলিশ পেসারের ঘণ্টায় ৯২ দশমিক চার মাইল গতিবেগে ছুটে আসা বল ঘাড়ে আঘাত লাগে। এতে সিরিজের তৃতীয় টেস্টের বাইরে চলে যান স্মিথ।

দলের সেরা খেলোয়াড়ের আঘাত পাওয়াটা হয়তো ভুলেননি জশ হ্যাজলউড। তারওপর হ্যাজেলউড অভিষেক ম্যাচ খেলেন স্মিথের নেতৃত্বে। ২০১৪ সালে ভারত সিরিজে চোটের কারণে মাইকেল ক্লার্কের অনুপস্থিতিতে স্মিথ ছিলেন অজিদের অধিনায়ক। তাই হ্যাজেলউড তার সাবেক অধিনায়কের চোটে পড়ার শোধ নিলেন স্টোকসের ওপর।

হেডিংলিতে চতুর্থ দিনে ভয়ঙ্কর এক বাউন্সারে স্টোকসের হেলমেট ভেঙে ফেলেন হ্যাজেলউড। ইংলিশ অলরাউন্ডার অবশ্য কোনো রকম আঘাত পাননি। তবে যেভাবে বলটি মুখে আঘাত করেছে তাতে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারতেন স্টোকস। তবে হেলমেট ঠিকই টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ে মাঠে।

হ্যাজেলউডের বাউন্সারও নিরাশ করতে পারেনি স্টোকসকে। চতুর্থদিনে ইংলিশদের হয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন এ ইংলিশ অলরাউন্ডার।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড