• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পরের টেস্টেই ফিরছেন স্টিভেন স্মিথ

  ক্রীড়া ডেস্ক

২৫ আগস্ট ২০১৯, ১৯:২২
স্টিভেন স্মিথ
নেটে অনুশীলন করেছেন স্মিথ (ছবি : সংগৃহীত)

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অ্যাশেজের চতুর্থ টেস্টে ফিরতে আশাবাদী অস্ট্রেলিয়ার এক নম্বর ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। রবিবার (২৫ আগস্ট) ২৫ মিনিটের জন্য নেটে অনুশীলন করেন স্মিথ। গত সপ্তাহে লর্ডসে দ্বিতীয় টেস্টে জোফরা আর্চারের বলে ঘাড়ে চোট পেয়েছিলেন তিনি। এতে ঐ টেস্টের দ্বিতীয় ইনিংস ও হেডিংলি টেস্ট থেকে ছিটকে যান এ ডানহাতি ব্যাটসম্যান।

ওল্ড ট্রাফোর্ড টেস্টের আগে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ডার্বিশিয়ারের সঙ্গে ম্যাচটি শুরু। এ ম্যাচে ব্যাড প্যাড হাতে নেমে পড়বেন স্মিথ। ৪ সেপ্টেম্বর থেকে শুরু ওল্ড ট্রাফোর্ড টেস্ট।

এজবাস্টনে ১৪৪ ও ১৪২ রানের ইনিংস খেলেন স্মিথ। এরপর লর্ডস টেস্টের চতুর্থ দিনে ৮০ রানে ক্রিজে ছিলেন তখন। আর্চারের ৯২ দশমিক চার মাইলের একটি ডেলিভারি তার ঘাড়ের উন্মুক্ত স্থানে আঘাত হানে। এতে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান তিনি। পরে ফিরে এসে ১২ রান করে আউট হন। তবে এ চোট মানসিকভাবেও অসুস্থ করে স্মিথকে। সুস্থ হলেও খেলার মতো অবস্থায় ছিলেন না তিনি।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড