• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডোমিঙ্গোকে প্রশংসায় ভাসালেন আকরাম

  ক্রীড়া ডেস্ক

২৫ আগস্ট ২০১৯, ১৮:২০
ডোমিঙ্গো
টাইগার কোচ ডোমিঙ্গো ও আকরাম খান (ছবি: সংগৃহীত)

চলতি মাসে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডোমিঙ্গোকে। হেসন, হাথুরুসিংহের মতো কোচদের পিছনে ফেলে তিনি বাংলাদেশের দায়িত্ব নেন। ইতোমধ্যেই কন্ডিশনিং ক্যাম্পে টাইগারদের নিয়ে কাজ শুরু করে দিয়েছেন এ কোচ।

শনিবার (২৪ আগস্ট) ডোমিঙ্গো ও সাকিবের সাথে আলোচনায় বসেছিল নির্বাচক প্যানেল। সে আলোচনায় উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানও। আলোচনা শেষে তিনি ডোমিঙ্গোকে প্রশংসায় ভাসিয়েছেন। নতুন এ কোচের পেশাদারিত্বের প্রশংসা করে আকরাম বলেন, 'ডোমিঙ্গোর খুব ভালো পরিকল্পনা আছে। তিনি বেশ ভালো মানের পেশাদার কোচ। তার চোখ লম্বা সময়ের দিকে।'

তার দেখা কোচদের মধ্যে ডোমিঙ্গোকেই সেরা বললেন আকরাম। ডোমিঙ্গোকে সবার চাইতে আলাদা আখ্যা দিয়ে তিনি বলেন, 'আমি খেলোয়াড়ি জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক কোচ দেখেছি। তিনি একদম আলাদা। তার পরিকল্পনা সবচেয়ে ভালো। যদি আমরা এবং আমাদের বোর্ড তাকে সাহায্য করতে পারি, তবে আমাদের ক্রিকেটের মান উন্নত হবে। তিনি নির্বাচকদের কথাও শুনছেন এবং তাদের ভূমিকা নিয়েও কথা হয়েছে।'

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড