• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

আর্জেন্টিনার আগুয়েরোর জায়গায় ব্রাজিলের জেসুস

  ক্রীড়া ডেস্ক

২৫ আগস্ট ২০১৯, ১৬:২৭
গ্যাব্রিয়েল জেসুস
ম্যানসিটিতে আগুয়েরোর বিকল্প হবেন জেসুস (ছবি: সংগৃহীত)

গত ম্যাচে টটেনহামের বিপক্ষে হ্যান্ডবলের কারণে ভিআর প্রযুক্তি দেখে জেসুসের গোল বাতিল হয়েছিল। এতে হতাশ হয়েছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। তবে গার্দিওলা তাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন পুরোদমে। কারণ স্প্যানিশ কোচের চিন্তা ম্যানসিটির দীর্ঘমেয়াদী স্ট্রাইকার হবেন জেসুস।

সার্জিও আগুয়েরো বর্তমানে ম্যানসিটির মূল তারকা। তবে ৩১ বছর বয়সী এ আর্জেন্টাইন তারকার সঙ্গে ম্যানসিটির চুক্তির মেয়াদ শেষ হবে দুই বছর পর। ধারণা করা যাচ্ছে, শৈশবের ক্লাব ইন্ডিপেনডিয়েনটেতে ফিরে যাবেন তিনি। ম্যানসিটিরও তার বিকল্প হিসেবে খুঁজতে চায় অন্য কোনো খেলোয়াড়। তবে, গার্দিওলার মতে জেসুসই হতে পারে আগুয়েরোর যোগ্য বিকল্প।

২০১৭ সাল থেকে ম্যানসিটিতে খেলছেন জেসুস। লিগে ৬৯ ম্যাচে ২৮ গোল করেছেন তিনি। গার্দিওলা মনে করেন জেসুসের নিজেকে প্রমাণ করার যথেষ্ট সময় আছে। সম্প্রতি কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে জেসুসের ছন্দ মুগ্ধ করেছে পেপকে।

ওয়েস্ট হামের বিপক্ষে ৪-০ গোলে জয় দিয়ে এবারের লিগ শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা। সে ম্যাচে জেসুস, লেরয় সানে ও রহিম স্টারলিং যতটা পরিশ্রম করেছিল, আগুয়েরোকে ততটা দেখা যায়নি।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড